Preme Pore jai Song Lyrics
আজকের আমরা Preme Pore jai Song Lyrics শেয়ার করবো আপনাদের সাথে।Preme Pore jai গানটি গেয়েছেন Rubel khandokar। Preme Pore jai গানটিতে সুর করেছেন Rubel khandokar এবং Preme Pore jai গানের লিরিক্স লিখেছেন Rubel khandokar। নিচে Preme Pore jai গানটির লিরিক্স ও বিস্তারিত শেয়ার করা হলো:
Song Info:
- Song Name : Preme Pore jai
- Singer: Rubel khandokar
- Lyrics & Tune : Rubel khandokar
- Music : Rezwan Sheikh
- Label : Gaan Records
- D.O.P : Sheul Babu
- Edit & Color : Sami Ahmmed
- A Creation : Raju Ahmmad
Preme Pore jai Song Lyrics:
ঝলসে_যাবো_জানি_মানছেনা_মনখানি
পাবনা_যেনও_মিছেমিছি_কেন_তোমাকে_ছুঁতে_চাই
আমি_কেন_বার_বার_প্রেমে_পড়ে_যাই
এই_জনমে_পাইবানা_পাই_পর_জনমে_চাই ।
বন্ধু_তুমি_ভালো_তুমিতো_চাঁদের_আলো
আমি মনে হয় ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াই।
জঁলসে সে যাব জানি মানছে না মন খানি ।
পাবনা যেনও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই ।
আমি_কেন_বার_বার_প্রেমে_পড়ে_যাই।
এই জনমে পাইবানা পাই পর জনমে চাই।
১ম অন্তরা।
তোমায় মনে ধরেছে আজ
পালাবে বলনা কোথায়
এক জীবনে একটাই তো সুখ
তুমি ছাড়া কেউ নেই আমার (2)
জেনে_বুঝে_আমি_দুঃখের _জলে_ভাসি
তাও_ভালো_লাগে_তোমার_পাশে_নিজেকে_খুঁজে_পাই ।
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই।
এই জনমে পাই বা না পাই পর জনমে চাই।
হামিন…
ও…..ও….অহ….
ও……ও…….
২ম অন্তরা!
বলার ছিলো অনেক কথা
ভাবছি কি বলবো তোমায়
চলার পথের সঙ্গী হব
রেখোনা একলা আমায় (২)
জানি এ হবেনা মন করে বাহানা
পাবনা যেনও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই ।
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই।
এই জনমে পাইবানা পাই পর জনমে চাই।
শেষকথা,
নিত্যনতুন ভাইরাল গানের লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের পোষ্টটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.