Friday, April 18, 2025
No menu items!
HomeBanglaগানের লিরিক্সShorbonash Song Lyrics | Nobel Mahmud | Shuvo Hamim

Shorbonash Song Lyrics | Nobel Mahmud | Shuvo Hamim

Shorbonash Song Lyrics

আজকের আমরা Shorbonash Song Lyrics শেয়ার করবো আপনাদের সাথে।সর্বনাশ গানটি গেয়েছেন Nobel Mahmud X Shuvo Hamim। গানটির রেপ লিরিক্স লিখেছেন Shuvo Hamim।  সর্বনাশ গানটিতে সুর করেছেন Sohan Rahman এবং সর্বনাশ গানের লিরিক্স লিখেছেন Nobel Mahmud / Meghdut Ali। নিচে সর্বনাশ গানটির লিরিক্স ও বিস্তারিত শেয়ার করা হলো:

Shorbonash Song Lyrics

Song Info:

  • Artist – Nobel Mahmud X Shuvo Hamim
  • Lyrics – Nobel Mahmud / Meghdut Ali
  • Rap Lyrics –  Shuvo Hamim
  • Music – Sohan Rahman 
  • Mix & Master – OTG Workstation 
  • Label- FalconDHK

Shorbonash Song Lyrics:

আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে,

আমি বাঁচি তোমারি অভিশাপে।

আমার হাতের আঙ্গুলের প্রতি ভাজে,

জানি তোমারি তো নাম লেখা আছে। 

 

তোর জীবনে তো আমি আর নাই,

অশ্রু ভাসি আমি কান্নায়। 

তোর জীবনে তো আমি আর নাই,

তাও কেন তোরে আমার পাশে চাই।

 

জীবন নামের এই যন্ত্রনায়, আমি জানি।

আমি বড়ই অসহায়, আমি মানি।

কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি।

তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি।

 

তোর জীবনে তো আমি আর নাই,

অশ্রু ভাসি আমি কান্নায়।

তোর জীবনে তো আমি আর নাই,

তাও কেন তোরে আমার পাশে চাই।

 

 

জীবন নামের এই কল্পনায়, আমি জানি।

আমি বড়ই অসহায়, অভিমানি।

কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি।

তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি।

 

দুই বাক্যের শব্দ খুজতে গেলেই মনটা জব্দ সুখ!

না পাওয়া শান্তি খুজে বেড়াই করি লড়াই খুব।

কি যে এক যন্ত্রনা মনরে বলি সবই কল্পনা।

বিবেকে বাঁধে আবেগকে দিতে শান্তনা।

খুজে যাই তাকে শুধু দূরে কে যে রাখে,

আমায় ভুলে যাবি যা।

তবু কেন মিছে মায়া দেখিয়ে স্বপ্ন গুলো ভেঙে চূড়ে,

নীল আকাশ বহুদুরে।

চোখে তে দিলি কাজল স্মৃতির পাতা গুলো পূড়ে।

দিয়েছো তাড়িয়ে তবু এখনো দাড়িয়ে।

বুঝেছি হাড়িয়ে, করেছি ভুল হাতটি বাড়িয়ে।

চাইছি যেতে ভুলে আমি স্রোতেরি অনুকূলে।

কি যে এক মায়ার টান তোর কোকড়া বেনি চুলে।

যদি কোনো এক রাত চাঁদের পাশে তারা দেখে,

আমার মুখটি তোমার চোখে ভেসে ওঠে।

আমার অশ্রু গুলো আজ তোমায় কাদায়, আমার লেখা কবিতা তোমায় হাসায়।

তবে প্রিয়তমা তুমি ভেবনা, আমি আছি।

ছায়া হয়ে, বাতাসেরই মায়া হয়ে।

 

তোর জীবনে তো আমি আর নাই,

অশ্রু ভাসি আমি কান্নায়। 

তোর জীবনে তো আমি আর নাই,

তাও কেন তোরে আমার পাশে চাই।

 

জীবন নামের এই যন্ত্রনায়, আমি জানি।

আমি বড়ই অসহায়, আমি মানি।

কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি।

তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -