বোকা মন গানের লিরিক্স
প্রিয় পাঠক,আজকে আপনাদের সাথে বোকা মন গানের লিরিক্স শেয়ার করবো। আপনি যদি বোকা মন গানের লিরিক্স খুজে থাকেন,তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।বোকা মন গানটি গেয়েছেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ।বোকা মন গানের লিরিক্স লিখেছেন রজত ঘোষ।বোকা মন গানটির সুর দিয়েছেন গীতিকার ও নেপথ্য গায়ক ইমরান মাহমুদুল। বোকা মন লিরিক্সটি উপভোগ করুন নিচে শেয়ার করা হলোঃ
Boka Mon Song Info:
- Song : Boka Mon
- Singer: Habib Wahid
- Music : Imran Mahmudul
- Lyricist : Rajat Ghosh
- Mix And Master : Imran
- Director : Saikat Reza
- Cinematographer : Bikash Saha & Yasin Bin Arian
- Edit : SM Tushar
- Associate Director : Shahi Uddin
- Publicity Design : Rakib Hossen Abir
- Production : SR Film
- Label : Rangon Music
বোকা মন গানের লিরিক্স :
ভাঙবেনা বলেছিলে তাই, এই মন
সব সুখ তোমার নামে দিলাম,
যেইনা বুকেতে মেশালাম, তোমাকে
অচেনা কষ্টের খোঁজ পেলাম।
কেন বুঝিনা এমন হয়
যে জোড়ে মন, সেই ভেঙে যায়,
ভালোবাসা এমন কি হয় ?
জানিনা কিভাবে বোঝাবো তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়,
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়।
স্বপ্ন যে চোখে দেখেছি, তোমারই
আজ সেই দুচোখে শুধু জল,
চাইলেই কি পারতেনা তুমি মেটাতে
জমানো যত কোলাহল।
কেন বুঝিনা এমন হয়
হাসতে গেলেও বুক ফেটে যায়,
ভালোবাসা এমন কি হয় ?
জানিনা কিভাবে বোঝাব তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়,
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়।
থাকবেনা যদি সেই, কেন হাত বাড়ালে,
মিথ্যে মায়ায় তবু কেন জড়ালে?
বোঝেনারে বোকা মন
তোমাকেই খুঁজে যায়,
যায়নারে ফিরে পাওয়া ভালোবাসা হারালে।
জানোনাকি তুমি ছাড়া বেঁচে থাকা বড়ো দায়
তোমাকেই ভালোবেসে জ্বলি সুখে হায় ..
জানিনা কিভাবে বোঝাবো তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়,
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়।
ভাঙ্গবেনা বলেছিলে তাই, এই মন
সব সুখ তোমার নামে দিলাম,
যেইনা বুকেতে মেশালাম, তোমাকে
অচেনা কষ্টের খোঁজ পেলাম।
কেন বুঝি না এমন হয়
যে জোড়ে মন, সেই ভেঙ্গে যায়,
ভালবাসা এমন কি হয় ?
ওরে বোকা মন কেন বোঝেনা
তোমাকে ছাড়া কত অসহায়,
কত অসহায়।
Boka mon Song Lyrics :
Vangbena bolechile tai ei mon
Sob sukh tomar naame dilam
Jeina bukete meshalam tomake
Ochena koster khoj pelam
Keno bujhina emon hoy
Je jore mon sei venge jaay
Valobasha emon ki hoy
Janina kivabe bojhabo tomay
Tumi chara ami aaj koto oshohay
Bhule jete chai joto smriti tomar
Tobu boka mon shudhu kede more haay
Shopno je chokhe dekhechi tomari
Aaj sei duchokhe shudhu jol
Chailei ki partena tumi metate
jomano joto kolahol
Keno bujhina emon hoy
Haaste geleo buk fete jaay
Bhalobasha emon ki hoy
Thakbena jodi sei keno haat barale
Mitthey mayay tobu keno jorale
Bojhena re boka mon
Tomakei khuje jaay
Jaynare phire paowa valobasha harale
Janonaki tumi chara benche thaka boro daay
Tomakei valobeshe jwoli sukhe haay
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.