বাংলা কষ্টের স্ট্যাটাস ছবিসহ
আজকে আমরা ছবিসহ বাংলা কষ্টের স্ট্যাটাস শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের মনে মধ্যে অনেক দুঃখ কষ্ট জমে থাকে সেই দুঃখ কষ্টকে আমরা বাংলা কষ্টের স্ট্যাটাস এর মাধ্যমে আমরা আমরা আমাদের আপনজনদের শেয়ার করে নিজের মনকে হালকা করার গুগলে র্সাচ করে থাকি । হয়তো আপনি ও তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই পোষ্ট টি শুধু আপনার জন্য।কেননা আমরা আপনাদের জন্য সেরা কিছু বাংলা কষ্টের স্ট্যাটাস নিয়ে এসেছি। এই বাংলা কষ্টের স্ট্যাটাস গুলোকে আপনি আপনার প্রিয় জনকে পাঠিয়ে নিজের মনের দুঃখকে কিছুটা হলেও হালকা করতে পারবেন।
আমাদের জীবনে কষ্ট এমন এক অনুভূতি যা কখনোই অগ্রাহ্য করা সম্ভব নয়। প্রতিটি মানুষের জীবনে নানা সময়ে কষ্টের সঙ্গী হতে হয়—হয়তো তা প্রেমের ব্যর্থতা, পারিবারিক সমস্যা, কিংবা আত্মীয়স্বজনের অকাল মৃত্যু। কষ্টের সময়ে আমরা প্রায়ই একা বোধ করি, মনে হয় যেন কেউ আমাদের বুঝতে পারছে না। এই সময়ে স্ট্যাটাস বা চিন্তা ভাবনা আমাদের অনুভূতি প্রকাশের এক উপায় হিসেবে কাজ করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কষ্টের স্ট্যাটাস দিয়ে আমরা আমাদের অন্তর্দ্বন্দ্ব, হতাশা এবং শোক প্রকাশ করি। এই স্ট্যাটাসগুলি আমাদের মনের অবস্থার প্রতিফলন হিসেবে কাজ করে এবং কখনও কখনও আমাদেরকে স্বান্তনা ও সহানুভূতির বার্তা প্রদান করে।
সকল ধরণের অনুভূতি আমাদের জীবনে বিদ্যামান রয়েছে। দুঃখ কষ্ট হচ্ছে সেই অনুভূতি গুলি একটি অংশ। জীবনে হাসি খুশি সময় যেমন আমরা আমাদের আপনজনের সাথে ভাগাভাগি করে থাকি,ঠিক তেমনি দুঃখ কষ্টের সময় সেই দুঃখ কষ্টকে প্রিয়জনের সাথে ভাগাভাগি করা উচিত। কিন্তু সঠিক সময়ে যদি সঠিক বাক্যের অভাবে যদি আপনি আপনার কষ্টের গুলোকে ভাগ করতে না পারেন তাহলে আজকের এই কষ্টের স্ট্যাটাস গুলো আপনাকে আপনার অনুভূতি গুলোকে শেয়ার করতে সাহায্য করবে।-বাংলা কষ্টের এসএমএস
বাংলা কষ্টের স্ট্যাটাস
যারা হারিয়ে যায়!!
তারা শত অনুরােধেও
আর ফিরে আসে না!
বাংলা কষ্টের এসএমএস
love shayari bengali
“ভালােবাসা পেতে ভাগ্য লাগে,
আর আমার তাে ভাগ্য নেই
সব দুর্ভাগ্য!!
যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায় ,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।
বাংলা কষ্টের স্ট্যাটাস
হেরে গেছি বিশ্বাসের কাছে!!”
bangla valobashar koster sms
“তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবার ও আমার
খোঁজ নেয় না!!
বাংলা কষ্টের এসএমএস
একসময় নিজেকেই
গুরুত্বহীন হয়ে যেতে হয়!”
bangla koster status
“পৃথিবীতে সবকিছু বুঝতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট!
শুরুতে সবই ভালাে লেগে যায়,
মনে হয় সে একই নয়।
কালের নিয়মে ভুলও ভেঙে যায়,
পড়ে থাকে শুধু অভিনয়..
প্রকাশ করা যায় না ,
কিছু কিছু সময় সেটা
হাসি দিয়ে প্রকাশ করতে হয়।
ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।
বাংলা কষ্টের এসএমএস
নিখুঁত ঘরের ছিদ্র কোথায় টিনে।
খারাপ সময় না আসলে।
বােঝা যায় না কি আছে কার মনে।
একা থাকার কষ্টটা
একমাত্র সেই মানুষটাই
ভালােভাবে উপলব্ধি করতে পারে ..
যে এক বুক ভালােবাসা দিয়েও
শুধু অবহেলাই পেয়েছে।
বাংলা কষ্টের স্ট্যাটাস
সব বন্ধ, ভালােবাসা যে
আজ বড়ই ক্লান্ত।
পৃথিবী কিনিয়ে দেয়
খালি পকেট…
মানুষ চিনিয়ে দেয়।
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷
দিয়ে হাসানাের চেয়ে ,
সত্য বলে কাদানাে শ্রেয়…
ভাষার প্রয়োজন হয়না
ব্যবহারই যথেষ্ট।
কাঁচের ঘরের মতাে,
অল্প আঘাতে ভেঙে যায়।
ব্যবহার টা বদলে গিয়েছে…
পরিস্থিতি না বুঝেই ভুল
বোঝে কাছের মানুষগুলাে!
ভয় পাই না,
কারণ জীবনটাই পুরাে
অন্ধকার হয়ে গেছে।
বন্ধুত্র কখনো নকল হয় না
নকল তো সেই মানুষটা হয়
যে বন্ধুরতের মূল্য দিতে পারে না!
মনটাও কি জিনিস
বুকের মধ্যে তাে থাকে
কিন্তু আয়ত্বে থাকে না…
এখনো কাঁদায়।
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক
চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি না…
যখন তোমাকে খুব মিস করি,
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি…
জানি সেখানে তোমাকে
দেখতে পাবনা…
কিন্তু এই ভেবে শান্তনা পাই যে,
দুজনে এক আকাশের
নিচেই তো আছি….
টিপ-টিপ বৃস্টি পরছে আজ
সারা দিন ধরে।
বিসন্নভাবনায় কাটে না সময়,
তাকে শুধু মনে পরে।
গোলাপকে ছিড়তে গেলে
কাঁটা লাগে হাতে।
মনের মানুষকে ভুলতে চাইলে
ব্যথা লাগে বুকে।
তাই শত কষ্টের মাঝে মনে
রাখতে চাই তোমাকে…
যখন তোমায় মনে পরে,
মনজে আমার কেমন করে
তোমায় মিস করছি ভীষন
যত দিন এদেহে প্রান আছে,
তোমায় বধহয় আমার
ভুলে থাকা সম্ভব নয়।
বুঝবে একদিন তুমি,
আমি তোমাকে কতটা ভালোবাসি।
সেই দিন হইতো আমি হারিয়ে
যাবো ঔ দুরে নিল আকাশে
তারার মাঝে।
বুঝবে একদিন তুমি,
আমি তোমাকে কতটা মিস করি।
সেইদিন হইতো আমি হারিয়ে
যাবো ঔ মরুভুমির বালির মাঝে।
বুঝবে একদিন তুমি,
আমি তোমাকে ছাড়া কতটা
একা একা থাকি।
সেই দিন হইতো আমি থাকবো না,
এই পৃথিবীতে হারিয়ে যাবো
ঔ মাটির ছোট্ট ছোট্ট কনাই…!
তুমি অনেক সুখে থেকো।
মাঝে মাঝে তোমার কথা ভেবে
আমার চোখে জল এসে পড়ে…
এতটা Miss করি তোমাকে…
আবার সাথে সাথে যখন
তোমার সাথে কাটানো প্রিয়
মুহূর্ত গুলোর কথা মনে পড়ে,
তখন আমি কান্না ভেজা
চোখেই হেঁসে উঠি।
তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও
আমার সপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে
তবে আমাকে একা ফেলে
চলে যেতে না I Miss U
Koster Status Bangla
মাঝে মাঝে তোমার স্মৃতি
গুলো ভীষন কাঁদায়।
আনমনে ভাবতে থাকি,
কোথায় যেন হারিয়ে যাই।
তখন তোমাকে কাছে
পাবার বাসনা খুব তীব্র হয়।
মন ভালো নেই,
বারে বারে মনে হয়
তুমি কাছে নেই।
কেন কাটেনা সময়,
সাতটি রঙে তোমাকে
খুঁজে বেরাই।
বৃষ্টি শেষে দেখা না হলে
বড়ো অভিমান হয়।
রাত কাটে নিরঘুম,
আমি নিশচুপ,
নিঃশব্দ ভেবে যাই।
কাছে চাই তোমায় এতোটাই।
এখনও তোমায় খুঁজি হাজার
লোকের ভিড়ে।
এখনও তোমার স্মৃতি আছে
হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা
এখনও আমি বুঝি,
লোকালয় ছেঁড়ে
নির্জনেতে তোমায় খুঁজি…
মানুষের জীবনে চাওয়ার
শেষ নেই।
স্বপ্নের সমাপ্তি নেই।
আকুলতার অন্তিম নেই।
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি।
আমার সব আকুলতা
শুধু তোমার মাঝে।
আমার জীবন
শুধু তোমাকে ঘিরে।
আমাদের চাওয়া পাওয়া
পুড়ে পুড়ে হলো ছাই।
হৃদয়ের ঋন, শুধু হৃদয় বাড়াই।
মনে কি পরে না স্মৃতির
ফুল তোলা।
সোনালী সুতোয় বোনা
হারানো সে দিন।
মনে কি পরে না রোদেলা সুখে
দুজনে ছিলাম কত কাছাকাছি।
মনে কি পরে না…
জানিনা কিভাবে তোমার
দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে
কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাবো
তুমি আমায়।
শুধু জানি এই অবুজ মনটা
অনেক মিস করে তোমায়।
তুমিও আমাকে এক দিন
ভালোবাসবে,
যেভাবে তোমাকে আমি
ভালোবাসতাম।
আমার সত্যিকারের ভালোবাসাটা
হয়তো তোমার কাছে
কিছুই ছিলোনা…
কিন্তু তোমার সেই মিছে মিছি
ভালোবাসাটাই ছিল আমার
কাছে অনেক কিছু…
Bangla Sad Sms
প্রেমে পরলে এই দুআ
পড়তে হয় I LOVE YOU,
প্রেম ভাঙ্গিলে এই দুআ
পড়তে হয় I HATE YOU,
তাঁরপর আজীবন কেঁদে কেঁদে
এই দুআ পরতে হয় I MISS YOU
তুমি চলে যেতে পারবে,
কিন্তু তোমার সাথে জড়িয়ে
থাকা স্মৃতি গুলোকে নিয়ে
যেতে পারবে না।
হয়তো তুমি আমাকে ভুলে
যেতে পারবে,
কিন্তু আমার ভালোবাসাকে
কোনদিনও ভুলতে পারবে না।
প্রতিটি মূহুর্ত তোমাকে স্মরণ
করিয়ে দিবে,
নিরবে চোখের জল ফেলতে হবে,
আমার এই নিঃস্বার্থ
ভালোবাসার জন্য…
তুমি নেই বলে,
রাত আসে চাঁদ হাঁসে না।
তুমি নেই বলে,
ফুল ফোঁটে ভ্রোমর আসেনা।
তুমি নেই বলে,
ভোর হয় পাখি ডাকে না।
তুমি নেই বলে,
একা একা কিছুভালো লাগে না
বাংলা কষ্টের এসএমএস
কখনো জানতে চাওনী
কেমন আছি,
দুরে থাকি বলে ভাবছ
ভুলেই গেছি,
ভাবছ আমি অন্য কাওকে
নিয়ে ভাবি,
সবি যদি বুঝ তাহলে
কেন বুঝনা আমি তোমায়
কতটা মিস করি।
ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে তবে জলে কেনো?
জল তো সাগরে তবে চোখে কেনো?
মন তো আমার তবে বার বার তোমাকে
মনে পরে কেনো?
ভাবছো ভুলে গেছি,
না আজও ভুলিনি…
ভুলবো তো সে দিন,
যে দিন সাগরে আর জল
থাকবে না
পূর্ব আকাশে আর সূর্য
উঠবে না,
ভুলবো তো সেই দিন,
যে দিন এ দেহে আর
প্রাণ থাকবে না…!!
ভালোবাসা মানে কাউকে
জয় করা নয়…
বরং নিজেই কারো জন্য
হেরে যাওয়া…
বাংলা কষ্টের এসএমএস
মানুষ জীবনে দুইবার বদলায়,
প্রথমবার:- যখন সে প্রেমে পড়ে
দ্বিতীয়বার:- যখন সে তার মনের
মানুষকে হারায়…
শ্রাবনে ওই বৃষ্টি ধারায়,
আজ শুধু তোমাকে
খুঁজে বেড়াই।
যদিও তুমি অনেকদুরে,
তবুও রেখেছি তোমায়
মন পাঁজরে।
নীরবে তোমায় মিস
করি সারাক্ষণ,
অথচ তা তোমার কাছে
আজও গোপন!!
শেষকথা
কষ্টের স্ট্যাটাস লেখার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের অনুভূতিগুলো প্রকাশই করি না, বরং অন্যদের সাথে আমাদের দুঃখ ভাগাভাগি করার একটি মাধ্যমও পাই। এটি আমাদের আত্মপ্রকাশের একটি উপায়, যা আমাদের মানসিক স্বাস্থ্যের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে। কষ্টের সময়ে আমরা যা অনুভব করি, তা প্রকাশের মাধ্যমে আমরা অনেকাংশেই মানসিক শান্তি পেতে পারি।
তবে, কষ্টের স্ট্যাটাস লেখার সময় আমাদের মনে রাখা উচিত যে, এটি একটি সাময়িক সমাধান হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমাদের নিজস্ব মানসিক সুস্থতা এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। বাংলা কষ্টের স্ট্যাটাস গুলো আপনার কাছে কেমন লেগেছে তা আমারদের কে কমেন্ট করে জানান।বাংলা কষ্টের এস এম এস নিয়ে এই ধরনের আর ও অন্য সকল পোষ্ট পেতে সাথে থাকুন।বাংলা কষ্টের এসএমএস পোষ্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার দিন।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.