Tecno Spark 30 কেমন হবে? বিস্তারিত তথ্য জেনে নিন
টেকনো মোবাইল তাদের নতুন স্মার্টফোন Tecno Spark 30 আনতে যাচ্ছে। ২০২৪ সালের অক্টোবর মাসে বাজারে আসার সম্ভাবনা রয়েছে এই ডিভাইসটির। চলুন জেনে নেওয়া যাক এর সম্পূর্ণ স্পেসিফিকেশন।
Tecno Spark 30 ফোনটি GSM, HSPA এবং LTE নেটওয়ার্ক সমর্থন করবে। এতে থাকবে ডুয়াল সিম (Nano-SIM, ডুয়াল স্ট্যান্ডবাই) সুবিধা। এটি 2G, 3G, এবং 4G নেটওয়ার্কে চলবে।ডিভাইসটির সামনে গ্লাস এবং পেছনে প্লাস্টিকের বডি ব্যবহার করা হয়েছে। প্লাস্টিক ফ্রেম থাকার পাশাপাশি এটি IP64 সার্টিফায়েড, যার ফলে এটি ধুলো ও পানিরোধী। তবে ডিভাইসটির ওজন ও সাইজ সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
Tecno Spark 30 এ ৬.৭৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৮০০ নিটস। এই ডিসপ্লেটির রেজুলেশন ১০৮০ x ২৪৬০ পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৩৯৬ পিপিআই। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ এবং HIOS ১৪ অপারেটিং সিস্টেমের ওপর চলবে। পারফরম্যান্সের জন্য থাকছে Mediatek Helio G91 চিপসেট (১২ ন্যানোমিটার) এবং অক্টা-কোর প্রসেসর (২টি ২.০ গিগাহার্জ Cortex-A75 এবং ৬টি ১.৮ গিগাহার্জ Cortex-A55)। এছাড়া Mali-G52 MC2 জিপিইউ ব্যবহৃত হয়েছে।
Tecno Spark 30 ফোনটিতে থাকবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মেমোরি বাড়ানোর জন্য microSDXC কার্ড স্লটও থাকবে। ফোনটির ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে প্রধান ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল যার সেন্সর সাইজ ১/১.৭৩ ইঞ্চি এবং পিক্সেল সাইজ ০.৮ মাইক্রোমিটার। এতে থাকবে PDAF, কোয়াড-এলইডি ফ্ল্যাশ এবং HDR। ভিডিও রেকর্ডিং করা যাবে ১৪৪০পি @ ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে।
সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেল লেন্স এবং ডুয়াল-এলইডি ডুয়াল-টোন ফ্ল্যাশ সুবিধা। এটি ১০৮০পি @ ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ভিডিও রেকর্ডিং সমর্থন করবে।
এই ফোনে থাকবে স্টেরিও স্পিকার এবং ৩.৫ মিমি অডিও জ্যাক সুবিধা।ফোনটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ, এবং এনএফসি সমর্থন থাকবে। জিপিএস ফিচারও যুক্ত করা হয়েছে। তবে এফএম রেডিও আছে কিনা, তা এখনো জানা যায়নি। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Tecno Spark 30 এ রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এটি ১৮ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে।ফোনটি পাওয়া যাবে Astral Ice এবং Stellar Shadow এই দুটি রঙে। মডেল নম্বর KL6। এই সব তথ্যের ভিত্তিতে বলা যায়, Tecno Spark 30 বাজারে প্রতিযোগিতামূলক একটি মিড রেঞ্জ স্মার্টফোন হতে যাচ্ছে।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.