কিভাবে ব্লগারে পপ আপ ইমেজ শো করাবেন
প্রিয় পাঠক, আজকের ব্লগে আমরা কিভাবে ব্লগারে পপ আপ ইমেজ শো করাবেন সে
বিষয় নিয়ে আলোচনা করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। ব্লগারে আপনার পোস্ট বা পৃষ্ঠায় পপ আপ ইমেজ যোগ করে আপনার পাঠকদের আরও আকৃষ্ট করতে পারেন এবং আপনার কন্টেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আজকের এই ব্লগ পোষ্টে , আমরা কিভাবে ব্লগারে পপ আপ ইমেজ যুক্ত করতে পারি তা আপনাদের দেখাবো। এই রকম পোষ্ট পেতে আইটি ব্লগ কর্ণারের সাথে থাকুন।
স্টেপ ১:
প্রথমেই, আপনার ব্লগারের ড্যাশবোর্ডে লগইন করুন এবং আপনি কোথায় পপ আপ ইমেজ শো করাতে চান সেই পোস্ট বা পৃষ্ঠাতে যান ।
স্টেপ ২:
আপনি যদি পোষ্টের মধ্যে এটি শো করাতে চান,তাহলে পোস্ট এডিটরে গিয়ে HTML ভিউতে যান। এটি সাধারণত “Compose” এবং “HTML” নামে দুটি ট্যাব থাকে, সেখানে “HTML” ট্যাবটি সিলেক্ট করুন।
আর আপনি যদি হোম পেইজে শো করাতে চান, তাহলে লেআউট অপশনে গিয়ে Add a Gadget গিয়ে HTML/ JavaScript সিলেক্ট করুন ।
স্টেপ ৩:
এই ব্লগ পোষ্ট থেকে পপ আপ ইমেজে যোগ করার জন্য কোড টি কপি করুন। এবং কোডটি পেষ্ট করুন। ব্যাস আপনার কাজ শেষ।
স্টেপ ৪:
ইমেজ URL পরিবর্তন করুন । উপরের কোডে দেখবেন your-image-url.jpg এবং Your Alt Text লিখা আছে সেগুলো
পরিবর্তন করে আপনার ইমেজের লিঙ্ক এবং টাইটেল যোগ করুন।
স্টেপ ৫:
যোগ করার পর পোস্টটি সেভ করুন এবং প্রিভিউ অপশনে গিয়ে দেখুন আপনার পপ আপ ইমেজ সঠিকভাবে কাজ করছে কিনা।
শেষকথা,
আশাকরি এই স্টেপ গুলো ফলো করে আপনি সহজেই আপনার ব্লগারে পপ আপ ইমেজ যোগ করতে পারবেন। এতে আপনার পোষ্ট আরও প্রফেশনাল এবং আকর্ষণীয় দেখাবে। আশা করি আজকের এই ব্লগটি আপনার জন্য অনেব হেল্পফুল হবে। যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়মিত আইটি ব্লগ কর্ণার ভিজিট করুন।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.