শাওমি রেডমি ১৩ দাম কত হতে পারে?
প্রিয় পাঠক, আজকে আমরা শাওমি রেডমি ১৩ দাম কত সে সর্ম্পকে বিস্তারিত আলোচনা করবো। শাওমির জনপ্রিয় রেডমি সিরিজে নতুন করে যোগ হয়েছে রেডমি ১৩। ইউরোপীয় বাজারে আত্মপ্রকাশের পর, এটি এখন বাংলাদেশেও এসেছে।চলুন সদ্য প্রকাশিত রেডমি ১৩ ফোনটির দাম ও বিস্তারিত জেনে আসি।
রেডমি ১৩ ফোনটি রেডমি ১২ এর মতো সেইম নকশা করা হয়েছে। রেডমি ১৩ ফোনটিতে পিছনের দিকে ডুয়াল ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ রয়েছে।
রেডমি ১৩ ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।রেডমি ১৩ এর ক্যামেরা আপগ্রেড বলা হলেও রেডমি ১২ ফোনটিতে থাকা ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার তুলনায় নতুন ফোনে অনুপস্থিত রয়েছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা।
রেডমি ১৩ ৪জি ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.৭৯ ইঞ্চির বিশাল আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন এইচডি প্লাস, সাথে আছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটে স্থাপন করা হয়েছে ১৩ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।
আইপি৫৩ রেটিংপ্রাপ্ত রেডমি ১৩ ফোনটি কিছুটা হলেও ধূলিকণা ও পানির ছিটে প্রতিরোধী। পাওয়ার বাটনের সাথে সংযোজিত রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা নিরাপত্তার কাজ করবে।
রেডমি ১৩ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা প্রসেসর । রেডমি ১৩ বাংলাদেশে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে এবং ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। রেডমি ১৩ ফোনটিতে ৫০৩০ মিলিএম্প আর ব্যাটারির ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
রেডমি ১৩ ফোনটি ৪টি কালার ভেরিয়েন্ট এ পাওয়া যাবে – ব্লু, পিংক, গোল্ড ও ব্ল্যাক এই ৪টি কালার এ পাওয়া যাবে ।
৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দাম ১৭,৯৯৯ টাকা।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দাম ১৯,৯৯৯ টাকা।
দাবিত্যাগ: আমরা এই পৃষ্ঠায় তথ্য 100% সঠিক কিনা গ্যারান্টি দিতে পারি না।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.