Saturday, April 19, 2025
No menu items!
HomeBanglaস্ট্যাটাসকষ্টের স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন

কষ্টের স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন

কষ্টের স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন

আজকের আমরা বাছাই করা কষ্টের স্ট্যাটাস শেয়ার করব আপনাদের মাঝে।দুঃখ মানুষের জীবনে একটি অংশ। মানুষের জীবনে নানা ধরনের দুঃখ কষ্ট আসে।মানুষ আসলে অন্যের কারণে দুর্দশা গ্রস্থ হয়। আমরা কোনো দুঃখ বা কষ্ট পেতে না চাইলেই ও দুঃখ আমাদের দোয়ারে এসে ধরা দেয়।সুখ দুঃখ আমাদের সবার জীবণে আসে। আবার চলে ও যায়। সুখ দুঃখ তাতক্ষণিক আবেগ যা আমাদের মধ্যে পরিবর্তিত হয়। ধরেন আপনি এখন দুঃখিত কিছুক্ষণ পর এই পোষ্টটি পড়ে দুঃখ চলে গেল আর আপনি খুশি হয়ে গেলেন।এমন ও হতে পারে  আজ প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আপনি অনেক খুশি হয়েছেন, কিন্তু বৃষ্টির জন্য আপনার প্রয়োজনীয় কাজটি করতে পারেন আর আপনি কষ্ট পেলেন ।

কিছু কিছু জিনিস আমাদের অনেক আনন্দ দেয় আবার কিছু কিছু জিনিস আমাদের কষ্ট দেয়। কষ্ট একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের। এটি নানা রূপে আমাদের সামনে আসে মনে, শরীরে, কিংবা আত্মার গভীরে। কষ্টের অভিজ্ঞতা প্রত্যেকেরই থাকে, তবে এর প্রভাব ও অনুভূতি ব্যক্তির ব্যক্তিগত পরিস্থিতি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। কষ্টের মাধ্যমে আমরা সাধারণত শিখি, বেড়ে উঠি এবং নতুন কিছু অর্জন করি। এই অনুভূতি আমাদের সহানুভূতি, সহিষ্ণুতা এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।

তাই কষ্টকে শুধু একটি নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে না দেখে, বরং জীবনের একটি শিক্ষণীয় অংশ হিসেবে বিবেচনা করা উচিত।কিন্তু  এমন অনেক কষ্ট আছে যা কার ও কাছে শেয়ার করা যায় না বলা যায় না তখন আমরা ফেসবুক বা সোস্যাল মিডিয়ার মাধ্যমে মনের ফিলিংস গুলো শেয়ার করে থাকি ।তখন কিছুটা হলেও নিজের মনটাকে সান্তনা দি । এ ই ধরনের কিছু মন খারাপের কষ্টের স্ট্যাটাস আজকে আপনাদের মাঝে শেয়ার করব সেগুলো আপনাদের মন ছুয়ে যাবে। 

কষ্টের স্ট্যাটাস

কষ্টের স্ট্যাটাস

  • বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব ,কিন্তু ভালোবাসার পর কারও সাথে বন্ধুত্ব সম্ভব নয় ।
  • একটা মানুষ তখনই কাঁদে ,যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
  • ভাগ্যের কাছে আমি হার মানি নাই ,হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।
  • মৃত্যু শুধু দেহের হয় না,মৃত্যু কখনো  কখনো স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।
  • কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয় ,
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়  ।
  • যখন ছোট ছিলাম,,,,,,সব ভুলে যেতাম 

         সবাই বলতো,,,,,,, “মনে রাখতে শেখো ”

        বড় হলাম,,,,,,কিছু ভুলিনা এখন
        কিন্তু দুনিয়া বলছে,,,,,”ভুলে যেতে শেখো ” ।
  • মনে শুধু একটাই কষ্ট আমি কার জীবনে আপন হতে পারলাম না। 
  • একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না,,

 তারপরও বুকে কষ্ট হলে,,,, দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।

  • কষ্ট মধুর হয়ে যায়, যদি তুমি দাও,,,,,,,।

মুখের কথাও হয় যে গান,,,,, যদি তুমি গাও,,,,।

  • কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে,,,,, সে নিজে ও অনেক কষ্ট পায়। 
  • নিন্দা করতে গেলে,,,,,, বাইরে থেকে করা যায়

তবে বিচার করতে গেলে…. ভিতরে প্রবেশ করতে হয়।

  • জানি তুমি ফিরবেনা,,,,, এই হ্রদয়ের নিড়ে তবুও

অপেক্ষায় থাকবো সারা জীবন
তুমি দুরে চলে যাচ্ছ,,,,
আমি বাধা দিবনা…………….

কষ্টের স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন 
কষ্টের স্ট্যাটাস
  • তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা।
  • আমি সত্যিই ব্যার্থ,,,, কারণ আমি কোনভাবেই,,,,

তোমাকে বুঝাতে পারিনি,,,,, আমি তোমাকে কতটা ভালবাসি..।

  • কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। 
  • ভুলটা শুধু আমারি ছিল,

কারণ স্বপ্নটা যে,,, আমি একাই দেখে ছিলাম♡

  • সব মানুষই প্রেমে পরে.,,.,,., কেউ

প্রকাশ করতে পারে,,,,, আবার লুকিয়ে রাখে।

  • কেউ কাউকে ভুলে যেতে পারে না,,,প্রয়োজন শেষ হয়ে গেছে,,

তাই আর যোগাযোগ রাখেনা ♡♡

  • কাওকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে,,,সেটা আজ হোক অথবা কাল।
  • কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের।

কিন্তু তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো,,,

 
কষ্টের স্ট্যাটাস উক্তি, ক্যাপশন 
কষ্টের স্ট্যাটাস

 

সৃতি নিয়ে বেচে থাকার চেয়ে,,,,, স্বপ্ন নিয়ে বেছে থাকা অনেক বেটার।

  • আমি কখনও রাগ করি না,,,, কারন আমি জানি আমার রাগের মূল্য নেই কারও কাছে। 
  • দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে,,,,,

শুধু প্রকাশ করার ধরন আলাদা,,,,,,.,..,..,..।

  • ভুলে আমিও যেতে পারতাম,,,,,.,,,., কিন্তু কখনও চেষ্টা করিনাই,,,,

কারন আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য  ভালোবাসিনি ,,,,,,,

  • ভালোবাসা বদলায় না,,,, বদলে যায় মানুষগুলো

সৃতি হারায়ে যায় না…,.,. হারিয়ে যায় সময়গুলো,,,।

  • যে কোন জিনিস ভাঙলে শব্দ হয়,,,, কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না।

তাইতো যার মন ভাঙে্গ,,, সেই একমাত্র বুঝে মন ভাঙ্গার ব্যাথা কত… কষ্টের স্ট্যাটাস,

  • পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন,,,,

আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা,,,,।

  • যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায়,,,,,

তবে আমিও থাকবো ভালো তোমার ভালো থাকায়,,,,,।

  • জীবনে চলার পথে’ নিজেকে হারিয়ে ফেলেছি,,,,,., 

চলতে চলতে আজ অজানা পথে এসে দাড়িয়েছি,,,,,.,,.,

 
কষ্টের স্ট্যাটাস ২০২৪ উক্তি, ক্যাপশন
  • সম্পর্কের আদি ঘটতে শুরু হয় যখন থেকে.,,,

তখন থেকেই,,,,,,, যখন ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে

  • আগে যদি জানতাম জীবনের সব চাওয়া পুরন হবে না,,,,,

তাহলে কোনদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না,।কষ্টের স্ট্যাটাস,

  • চোখের জল সবাই দেখে*** কিন্তু হৃদয়ের কষ্ট কেও দেখেনা****
  • কোনকিছু পওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে***কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটাজীবন,।
  • অশ্রু হলো এমন ভাষা,,,,,,,,, যা হৃদয়, মুখে প্রকাশ করতে পারে না। 
  • জন্ম হলো আনন্দময়.,,,, মৃত্যু হলো শান্তিময়,,,,,

শুধু এই দুটির মঝে বেদনায় ভরা থাকে।

  • দুঃখকে সরিয়ে রাখার জন্যে যদি প্রাচীর দিয়ে রাখতে পারতোম…, ,

তাহলে সুখও যে এর মধ্যে আটকে যেত।

  • দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো কষ্ট,,,,,, আর কিছুতেই নেই। 
  • এখন দুঃখ অনেকটা মুল্য়বান সম্পদের মতো.,,,,

কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি,,,,

  • অপেক্ষা টা সেসব মানুষই করে,

যে কাউকে মন থেকে,,, ভালোবাসে .,,,..,

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

  •  আমার আশাগুলোতে দেয়ালে জমে থাকা,,,,শেওলার মত শেওলা পরে গেছে

এত ভালবেসেও তোমাকে পাওয়া হলো না,,,,,,ভাল থাকুক আমার ভালোবাসা।

  • এক নদীর তিরে,,, খুজে বেড়াই আমি তারে,,,, সে দেয়না দেখা আমায় কভু,,,, তার খেয়াল রেখো তুমি প্রভু 
  • গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,,, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে

রাত্রির- কষ্ট- হয় – চাদঁ- ডুবে- গেলে,,, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে।

  • প্রেম করতে চাই না কষ্ট পাবার ভয়ে, কিন্তু আমি আগে থেকেই আপনাকে অনেক ভালোবাসি। 
কষ্টের স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন
  • এখন আর আমি একা নই,,,,, তুমি চলে গেছো তাতে কি হয়েছে?

আমাকে তোমার দেওয়া কষ্টগুলো,,, এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী।

  • আমি জানিনা,,,, কেন আমার এমন হয়!!!! আমি, কেন তোমায় নিয়ে এতো স্বপ্ন দেখি ?

আমি জানি আমি তোমায় কত ভালোবাসি,,,,,,,,জানিনা কেন এত তোমায় মিস করি

  • এক বিন্দু অশ্রু যদি চোখ দিয়ে পড়ে,,,,,,সেই অশ্রুর ফোটা সুধু তোমার কথা বলে,,..,
  • মনের ভাষঅ বুঝনা তুমি মুখে বলি তাই…,,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..।
  • যেই বুকেতে থেকে,,,,,,শিখলা প্রেমের মানেটা
  • সেই বুকটা ছেড়ে,,,,,,যাইতে কষ্ট পাইলা না।
  • কোন মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না.!!

সময়ের ব্যবধানে তুমিও,,,,,একদিন ঠকে যাবে

  • লাভ এমন একটা সফটওয়ার যা সবার জীবন এ ইনস্টল হয় না।
  • জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো, তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লিখা যেতো।।
কষ্টের স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন 
  • দুঃখ আমার জন্ম সূত্র হতে পাওয়া সম্পদ, তাই সুখের চেয়ে দুঃখকে বেশি ভালোবাসি।।
  • প্রকৃত বীর সেই ব্যক্তি, যে দুঃখকে জয় করতে পারে। 
  • বিশ্বাস ঘাতকতা করলে কিছু করতে পারা যায় না, আঘাত দিয়েও কিছু বলতে পারা যায় না।, অতএব প্রেম করা উচিৎ না। কিন্তু যখন জীবনের দ্বারে প্রেম এসে ঘুমরে কাঁদে, তখন কি প্রেমের মূল্যায়ন না করে পারা যায়। 
  • যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলে,, হাজার ব্যথা দিলেও তাকে ভুলা যায় না। 
  • বুকের কাছে যদি জমে উঠে মেঘ,, কান্নায় ধুয়ে মুছে যায় চোখেল কাজল, তখনি আমাকে ভেবো তুমি টেনে নিও স্মৃতির আঁচল।

শেষকথা

কষ্ট আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ। এটি আমাদের আত্মবিকাশে সহায়ক হতে পারে এবং আমাদের আরও শক্তিশালী, সহনশীল এবং সজাগ করে তুলতে পারে। কষ্টের মুহূর্তে আমরা হয়তো হতাশ বা ক্ষুব্ধ হতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের শেখায় কীভাবে কঠিন সময় পার করতে হয় এবং কীভাবে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়। তাই কষ্টের প্রতিটি মুহূর্তকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা উচিত। এইভাবে আমরা কষ্টের অভিজ্ঞতাকে আমাদের জীবনের অঙ্গ হিসেবে মেনে নিয়ে উন্নতির দিকে এগিয়ে যেতে পারব।

আশা করি, কষ্টের স্ট্যাটাস উক্তি,ক্যাপশন গুলো আপনাদের ভালো লেগেছে।কষ্টের স্ট্যাটাস গুলো নিয়ে এই ধরনের আর ও অন্য সকল পোষ্ট পেতে সাথে থাকুন। কষ্টের স্ট্যাটাস  নিয়ে  পোষ্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার ‍দিন।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -