Monday, December 23, 2024
No menu items!
HomeBanglaস্ট্যাটাসজন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি,কবিতা ছবিসহ

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি,কবিতা ছবিসহ

 জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা,আপনি কি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস  খুজছেন?তাহলে এই পোষ্টটি শুধু আপনার জন্য।এই পোষ্টে আজকে  আমরা আলোচনা করব শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে,জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো দিয়ে আমরা আমাদের প্রিয় জনকে উইশ করতে পারি।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস কার না ভালো লাগে?সবাই চাই তার বিশেষ দিনে তাকে কেউ না কেউ উইশ করুক।আর সেজন্য আপনজনকে খুশি করার জন্য সেই প্রচেষ্টাকে আর সহজ করার জন্য আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি,কবিতা ছবিসহ।

আমরা বিভিন্ন সময় নানা রকম কাজে ব্যস্ত থাকি তাই আপনজনে জন্মদিনে সবসময় তাদের পাশে থাকা হয় না । তাই দূর থেকে হলেও তাদের খুশি করার জন্য জন্ম দিনের  উইশ করা টা খুবই গুরুত্বপূর্ণ।কিন্তু শুধু কি হ্যাপি বার্থডে লিখে দিলে কি হয়ে যাবে? না কখনো না!

সেজন্য আপনি যাতে  ভালো ভাবে সুন্দর ভাবে গুছিয়ে উইশ করতে পারেন তার জন্য আমাদের আজকের আয়োজন। আশাকরি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।আপনাদের নিশ্চয় ভালো লাগবে। আজকের পর্বে আমরা সর্ম্পক অনুযায়ী শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি,কবিতা ছবিসহ গুলোকে সুন্দর ভাবে সাজিয়েছি।

আমাদের সকলের আপন মানুষ তো অনেক আছে, কিন্তু আমাদের জীবনে এমন কেউ থাকে যাকে ছাড়া একমূহুর্ত ও কল্পনা করা যায় না।আর জন্মদিন মানে তো অনেক স্পেশাল।প্রিয় মানুষ তো অনেকেই হয় কিন্তু এমন কেও জীবনে থাকে যাকে ছাড়া এক মুহুর্ত কল্পনা করা যায়না।

সেই সব ভালোবাসার মানুষদের জন্মদিন তো খুবই স্পেশাল।তাই বলছি আর দেরি কেনো আপনার পছন্দমতো জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস কপি করে পাঠিয়ে দিন আমাদের প্রিয় মানুষটির কাছে। ওনি  ও হয়তো বসে রয়েছে এই অপেক্ষা তে।

জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি

জন্মদিনের শুভেচ্ছা

Birthday-SMS

 আরো একটি বছর করলে তুমি পার।

সুস্থ থাকো, ভালো থাকো।

এই কামনাই করি বার বার।

~শুভ জন্মদিন প্রিয়~

শুভ জন্মদিন এসএমএস

সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,

পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,

বেঁচে থাকো হাজার বছর ধরে।

~শুভ জন্মদিন প্রিয়তমা~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন,

ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

                 আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত,

আজকের এ দিন-তোমার জন্য হোক কষ্টহীন,

আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়.

জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..

শুভ জন্মদিন

শুভ জন্মদিন এসএমএস

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

“আনন্দ উল্লাসে কাটে

যেন তোমার প্রতিটি দিন,

শুভেচ্ছা জানাই আজ তোমার

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,

পাখিরা সারি সারি গাইছে গান,

প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,

ফুলেরা সব ফুটেছে বাগানে.আজ আমর প্রিয়ার জন্মদিন.

শুভ জন্মদিন

 

শুভ জন্মদিন এসএমএস

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,

কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।

** জন্মদিনের শুভেচ্ছা **

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,

যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

চাঁদের জন্য পূর্নিমা,

পাহাড়ের জন্য ঝর্না,

নদীর জন্য মোহনা,

আর তোমার জন্য রইলো

জন্মদিনের অনেক

অনেক শুভ কামনা।

~Happy Birthday~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 আর একটা বছর এসে গেলো,

বেড়ে যাবে আর একটা মোমবাতি,

কাল ও ছিলাম আজ ও আছি,

তোমার জন্মদিনের সাথী।

~শুভ জন্মদিন~

শুভ জন্মদিন এসএমএস

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,

পাখিরা সারি সারি গাইছে গান,

প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,

ফুলেরা সব ফুটেছে বাগানে,

আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন.

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

রাত যায় দিন আসে,

মাস যায় বছর আসে,

সবাই আশায় থাকে একটি সুদিনের,

আমি আশায় থাকি তোমার জন্মদিনের।

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজ ভোরের জানালায় সূর্যি মামা এসে

বলেগেলো শুভ সকাল

আজ রঙধনু হেঁসে হেঁসে চলে যায় দূর দেশে

রাঙিয়ে মনের দেয়াল

আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো

হৃদয়ে তোমার খেয়াল

* হ্যাপি বার্থডে *

শুভ জন্মদিন এসএমএস

এই এসএমএস টায় ফ্যাট ,

কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই .

আছে শুধু অনেকটা মিষ্টি ,

এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি .

জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ,

৫২ সপ্তাহ খুশি, ৩৬৫ দিন সাফল্য,

৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য।

শুভ জন্মদিন

জন্মদিনের শুভেচ্ছা

শুভ জন্মদিন এসএমএস

শুভ রজনী শুভ দিন,

সামনে আসছে তোমার জন্মদিন,

জন্মদিনে কি দেবো তোমায়,

এক তোড়া গোলাপ আর এক বুক

ভালোবাসা ছাড়া আর কিছু

নেই যে আমার !!!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

হাসি ভরা মুখ হৃদয়ে থাকা সুখ

ভেসে যাক তোমার সাথে

পায়ে পায়ে রোজ হোক সবুজ

ভবিষ্যত তোমার হাতে

ভালো যত আছে সব

ঘিরে থাক তোমায়

এমন শুভক্ষণে তোমাকে

জন্মদিনের শুভচ্ছা জানাই

*হ্যাপি বার্থডে*

শুভ জন্মদিন এসএমএস

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালী

রোদ্দুরে সবুজের বুকেতে লাগছে

আজ অনেক রঙিন অলিরা গানে

গানে ফুলের কানে কানে বলছে

আজ সেই শুভ দিন শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 চোখ খুলি বা বন্ধ করি

তুমি ই ভেসে আসো!

মেয়ে তুমি আমায় কি

এমনি ভালবাসো?

” Happy Birthday”

জন্মদিনের শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

স্বামী/স্ত্রীর জন্য জন্মদিনের এসএমএস

 Birthday-Wish

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 জন্মদিনে কিবা দিবো তোমায় উপহার

বাংলায় নাও ভালোবাসা,

হিন্দিতে নাও পেয়ার।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

কারও প্রিয়দিন Sunday

কারও প্রিয়দিন Monday,

আমার প্রিয়দিন তোমার Birthday

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোর জন্য ভালোবাসার লক্ষ..

গোলাপ জুঁই..

হাজার লোকের ভিড়ে

আমার থাকবি হৃদয়ে তুই।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

রাজার আছে অনেক ধন,

আমার আছে সুন্দর মন,

পাখির আছে ছোট্ট বাসা,

আমার মনে একটি আশা,

দিবো তোমায় ভালোবাসা

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি

কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে

পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে.

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

শুভ রজনী শুভ দিন,

সামনে আসছে তোমার জন্মদিন,

জন্মদিনে কি দেবো তোমায়,

এক তোড়া গোলাপ আর এক বুক

ভালোবাসা ছাড়া আর কিছু

নেই যে আমার !!!

শুভ জন্মদিন এসএমএস

আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্য্যে ভরা

আজকের জোছনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা

পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগায়

মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায়

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছ্বল দিন কামনায়

আজ জন্মদিন তোমার।।

Happy Birthday

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন।

প্রকৃতি সেজেছে নতুন সাজে,

ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে,

দোয়েল ময়না টিয়া ডাকছে আপন শুরে,

জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে

Happy Birthday

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Aj tomar jhonmo din ,ki debo bolo upohar ?

Hridoy chara debar moto kichu nei to amar

Aj jonmo dine tomar, ei gan dilam upohar

Happy Birthday

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকের দিনটি যেন খুব মজা করে কাটে তোমার,

আগামী বছরের প্রতিটা মুহূর্ত যেন সুখের হয়।

শুভ জন্মদিন।

Happy Birthday

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 জন্মদিনের উষ্ণ অভিনন্দন

জানাই আমার জানা সুন্দর মানুষটিকে,

তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে,

অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোমার কথা ভাবতে ভাবতে

হয়না যেন দিন শেষ,

জন্মদিনের শুভক্ষণে তোমায়

পাঠালাম এই SMS

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি,কবিতা ছবিসহ

 বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ !

তোমার জন্যে সূর্য হাসছে , গাছেরা নাচছে ,

পাখিরা গান গাইছে ..

কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে !

শুভ জন্মদিন

শুভ জন্মদিন এসএমএস

তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা

যারা তোমাকে প্রতিদিন হাসাবে..আনন্দ দেবে. শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 বারবার আসুক এমন দিন তোমার জীবন হোক রঙিন তোমার

এই জন্মদিনে যতই থাকি না দূরে বার বার পড়ছে মনে।

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

শুভ জন্মদিন

রূপ কোথার রানী তুমি , ২ নয়নের আলো

সারা জীবন এমন করে বেশে যাবো ভালো ।

তুমি আমার জীবন মরন,আমার চলার সাথি।

তমাক ছারা ১ লা আমি কি করে থাকি ?

“Happy Birth day janu”

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে

যার জন্মদিনের কথাটা ফেসবুক

রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 শুভ জন্মদিন,

ধূসর কালো এই দুনিয়ায়,

রঙ্গীন স্বপ্ন হোক তোমার

আগামীর পথ চলা…

আবারো শুভ জন্মদিন জানাই তোমাকে।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 সব তর্কাতর্কি , ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ !

শুভ জন্মদিনে অনেক অনেক ভালবাসা নিও।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 বিধাতার সুখের নিরে হোক তোমার বসবাস ।

স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস ।

ইসছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো।

মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত।

হ্যাপি বার্থডে

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

  বন্ধুর জন্য জনদিনের উইশ

জন্মদিনের শুভেচ্ছা

আমরা তা জানি, আর তাই আপনার কষ্ট কিছুটা কমাতে আমরা নিয়ে এসেছি অনেকগুলো BirthDay SMS For Friends. আশা করছি ভালো লাগবে।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আশা রাখি জীবনের আনন্দ যাত্রায়

কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না.

জন্মদিনের শুভেচ্ছা নিও।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও.

মন দাও বর্তমানের দিকে.

অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে.

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,

মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,

দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,

অসীম সুখ বয়ে আসুক

তোমার জীবন জুড়ে

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 বছর বছর আসে ফিরে

শুভ জন্মদিন,

হাঁসি খুশির রঙিন ছোয়া

গিফট এর দিন।

শুভ জন্মদিন এসএমএস

 দুঃখিত তোমার জীবন থেকে

আরো একটি বছর চলে গেল,

মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলে।

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন।

মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।

হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,

তেমনি করে বন্ধু তোমার, জীবন যেন সুখের সাগরে ভাসে।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 এই বারেতে একটু খানি,

কাটিয়ে ঘুমের রেশ,

চোখটি মেলে চেয়ে দেখো,

আরো একটি বছর শেষ।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 রাত্রি শেষে সূর্য হাঁসে,

আলোয় ভরা দিন।

বারে বারে ফিরে আসুক

তোমার শুভ জন্মদিন।”

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 ঈশ্বর আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার..

আমাদের জীবন!

এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে

যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা…

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 জন্মদিনের শুভেচ্ছা

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।

দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।

জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 আজ তোমার জন্মদিন,

এলো খুশির শুভদিন,

সর্বদা থাকে যেনো তোমার মন

এমনি আনন্দে রঙিন।

~Happy Birthday~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে,

তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।

আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না ..

জন্মদিনের শুভেচ্ছা নিও 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন।

প্রকৃতি সেজেছে নতুন সাজে, ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে,

দোয়েল ময়না টিয়া ডাকছে আপন শুরে, জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে।

শুভ জন্মদিন এসএমএস

 নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু,

যা যেন কখনো হয় না শেষ।

তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা

>শুভ জন্মদিন<

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 মাঝে মাঝে ভাবি তোর্ জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত

আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ

যতদিন না সেটা হচ্ছে ততদিন

অবধি আমরাই জানায় তোকে,

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে,

আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে।

জীবনে আরো উন্নতি, সৌভাগ্য,

ঐশ্বর্য আসুক এই কামনাই করি।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি,কবিতা ছবিসহ

 কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে ।

৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়,

আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই

* শুভ জন্মদিন *

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি !

কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,

যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি।

শুভ জন্মদিন

জন্মদিনের শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব

যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়,

আজ তার জন্মদিন

চিরকাল তুই এমনই থাকিস ভাই

ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে.

হ্যাপি বার্থ ডে ভাই

শুভ জন্মদিন এসএমএস

 ইচ্ছে গুলো পূর্ণ্য হোক সুখের দোলায় দুলে

খুশি যত সঙ্গী হোক সর্বদা হেসো প্রাণ খুলে

পৃথিবীর শত ভুল আর বেদনা থাকুক আমার

শুভ হোক আনন্দের হোক জন্মদিন তোমার

**শুভ জন্মদিন**

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 খুশীর আকাশে পাল

তুলে যেও চিরদিন,

হাঁসি গানে শোধ হয়ে

যাবে যত ঋণ,

আলোর পরশে ভোর

হয়ে এই রাত

কোনদিন ছেড়ে দিওনা

এই বন্ধুত্তের হাত

~Happy Birthday~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 বন্ধু তোমার মনের আশা পূরন

হোক জন্মদিনে..

অভিনন্দন

জানায় তোমায় এমন খুশির

শুভক্ষণে..

ভালোলাগার স্বপ্ন

আসুক তোমার চোখের

মণিকোঠায়..

জীবন তোমার ভরে উঠুক

আনন্দ ভরা উচ্ছলতায়

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 সবাই ফুল দিয়ে উইশ করবে,

আমি না হয় হৃদয় দিয়ে করবো।

কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,

আমি না হয় এস এম এস দিয়ে বললাম।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকের এই দিনে সবকিছু হউক নতুন করে,

সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খ গুলো যাক দুরে।

জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে,

নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া .

জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ!

..শুভ জন্মদিন ..

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা, পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা, এই কবিতা পরে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্দেশ্য সফল হবে, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে।

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

বন্ধু তোমার মনের আশা পূরন

হোক জন্মদিনে..

অভিনন্দন

জানায় তোমায় এমন খুশির

শুভক্ষণে..

ভালোলাগার স্বপ্ন

আসুক তোমার চোখের

মণিকোঠায়..

জীবন তোমার ভরে উঠুক

আনন্দ ভরা উচ্ছলতায়

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 জন্মদিন আসে যায়, সবাই আরো এক বছর বড় হয়ে যায়,

উপহার গুলো খোলা হয় ফেলে দেয়া হয়,

আমি চাই আমার এই শুভেচ্ছা আজীবন রয়ে যাই।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো…

শুভ জন্মদিন.

শুভ জন্মদিন এসএমএস

 একসাথে অনেক গুলো বছর

পার করলাম তোর সাথে।

মান অভিমান ও করেছি অনেক।

তবে আমাদের বন্ধুত্ব আজও

আছে সেই আগের মতো,

যেমনটা ছিলো আগে।

আজকে তোর জন্মদিনে

তোর জন্য অগুন্তি

শুভ কামনা রইলো।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।

দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।

জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,

মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,

দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,

অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে…

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 A ফর আমি

B ফর বলতে

C ফর চাই

D ফর দারুণ

E ফর একটা

F ফর ফাটাফাটি

G ফর গোপন কথা

H ফর হ্যাপি বার্থডে

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

এই যুগে সত্যিকারের বন্ধু

যার আছে সে হচ্ছে সবচাইতে

ভাগ্যবানদের মধ্যে একজন।

আমি সেই একজন

যার আছে এক সত্যিকারের বন্ধু।

আজকে আমার সেই

বন্ধুর জন্মদিন।

দোয়া করি আমার বন্ধু

যেনো ১০০ বছরের ও

বেশি সময় বাঁচে।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 আমার কখনো মনেই হয়নি

যে আমার কোনো আপন

ভাই নেই।

কারন আমরা এমন একটা বন্ধু

আছে যে আমার এতোটা আপন

যে তাকে আমি নিজের বন্ধু না,

ভাই মনে করি।

আজকে আমার সেই

ভাইয়ের জন্মদিন।

জন্মদিনের অগণিত

শুভেচ্ছা রইলো তার জন্য।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 তুমি কি জানো, যে তোমার

ভাগ্য অনেক ভালো?

আমার মতো বন্ধু যার আছে,

তার ভাগ্য ভালো না হয়ে

কি পারে!

আমি তোমার জন্মদিন

মনে রেখেছি,

সেই জন্য তোমার নিজেকে

ভাগ্যবান মনে করা উচিৎ,

কারন এই প্রথমবার

কোনো বন্ধুর জন্মদিনের তারিখ

মনে রাখতে পেরেছি।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

জন্মদিনের শুভেচ্ছা

 খুশীর আকাশে পাল তুলে যেও চিরদিন

হাসি গানে শোধ হয়ে যাবে যত ঋণ

আলোর পরশে ভোর হয়ে এই রাত

কোনদিন চিঁড়ে দিওনা এই বন্ধুত্তের হাত

~শুভ জন্মদিন~

শুভ জন্মদিন এসএমএস

 দোয়া করি বন্ধু তুই আরো

অনেক বড় হবি।

চিন্তা করিস না,

তুই যথেষ্ট লম্বা আছিস,

তোর মান সম্মান ইজ্জতের দিক

দিয়ে বড় হবার দোয়া করলাম।

আরো দোয়া করি যেনো

তোর তাড়াতাড়ি বিয়ে হয়

আর ১০/১৫ টা বাচ্চা কাচ্চা হয়।

শুভ ডাউনলোড দিবস বন্ধু।”

শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি,কবিতা ছবিসহ

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

“তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু,

আর আমি জানি যে আমি

তোকে যা দেই,

তুই সব সময় আমাকে তার

১০ গুন বেশি দিয়ে থাকিস।

আজকের তোর জন্মদিনে

আমার পক্ষ থেকে পার্টি দিলাম,

তবে মনে রাখিস,

১০ গুন বেশি।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

শুভ শুভ শুভ দিন

আজ তোমার জন্মদিন

মুখে তোমার দিপ্ত হাসি

ফুল ফুটেছে রাশি রাশি

হাজার ফুলের মাঝে-

গোলাপ যেমন হাঁসে,

তেমন করে বন্ধু তোমার

জীবন যেন সুখের সাগরে ভাসে ।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 তুই যখন নেংটা ঘুরে বেড়াতি,

তখনও তোর বন্ধু ছিলাম।

তোর যখন চুল পেকে যাবে,

তখনও তোর বন্ধু থাকবো।

শুভ জন্মদিন প্রিয় বন্ধু।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকে কিন্তু পার্টি হবে! চিন্তা করিস না,

তোর জন্মদিন উপলক্ষে আজকে আমি পার্টি দিবো।

কিন্তু পার্টি শেষ বিল টা তুই দিয়ে দিলেই হবে।

শুভ জন্মদিন বন্ধু।

আমি পার্টির ব্যবস্থা করা শুরু করি তাহলে।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আমি কিন্তু জানি! তোর ID Card এর মধ্যে বয়স কম দেয়া আছে।

সবাইকে বলে দিবো নাকি তোর আসল বয়স?

থাক, গোপন থাক, সময় মতো কাজে লাগাবো।

শুভ জন্মদিন দোস্তো।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোর জন্মদিন আসলেই কিভাবে যেনো আমার পকেট ফাঁকা হয়ে যায়!

তাই তো Happy Birthday বলেই আমার দায়িত্ব ও কর্তব্য শেষ করছি।

এখন তোর দায়িত্ব বাকি। Birthday Party কোথায় হচ্ছে?

কোথায় আসবো আমরা সবাই?

সবাই মানে আমরা সব বন্ধুরা

দোস্ত, আজকের নাকি তোর জন্মদিন!

সত্যিই আজকে তোর জন্মদিন! আজকেই তো?

তুই কি sure যে আজকের তোর জন্মদিন!

ভালোভাবে আজকের তারিখ দেখ তো একবার!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

“মামা তোমার জন্মদিনে,

শেয়াল বলে সঙ্গে যাবো,

বিড়াল বলে, মিউ মিউ

সঙ্গে গিয়ে কেক খাবো।

ময়না বলে, আমিও যাবো।

ক জনকে আর থা*মিয়ে রাখি,

মাসি পিসি বনকাপাসি,

চাঁদের খুড়ি ঘুঁটের ঝুড়ি

সঙ্গে নিয়ে আসি যদি,

তাইতো আজি একলা এলাম,

মামা তোমার জন্মদিনে।”

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

দোস্ত, আমি কিন্তু তোর আসল বয়স জানি।

চিন্তা করিস না, কাউকে বলব না।

শুভ জন্মদিন দোস্ত

শুভ জন্মদিন এসএমএস

শুভ জন্মদিন বন্ধু! আজকে বিরিয়ানি খাওয়া!

তরে দিমু আমি দোয়া, তর বউ হইবো ভালা।

যদি কস পকেট ফাঁকা, তাইলে করমু আমি দোয়া,

তোর বউ হইবো ঝাল।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ভাইবোনদের জন্য জন্মদিনের শুভেচ্ছা

মিষ্টি সোনা যেন ছোট্ট পড়ি,

জন্মদিনে বেশতো ভারী।

সুন্দর কাটুক সারাটাদিন।

মিষ্টি সোনার শুভ জন্মদিন।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে,

সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে।

শুভ জন্মদিন……

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 ফুলের হাসিতে প্রাণের খুশিতে

সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে

লাগছে আজ অনেক রঙিন

অলিরা গানে গানে ফুলের কানে কানে

বলছে আজ সেই শুভ দিন

**শুভ জন্মদিন**

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,

মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,

দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,

অসীম সুখ বয়ে আসুক

তোমার জীবন জুড়ে।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

“জন্মদিন এলো ফিরে,

জীবন থাকুক আলোয় ভরে

আছে যত ইচ্ছে মনে

বদ্ধ রেখোনা মনের কোণে,

পৃথিবীর সুখ তোমার থাক

দুঃখ গুলো নিপাত যাক,

স্বপ্ন গুলো হক রঙিন,

হৃদয় ভরে জানাই

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

সাগরের ঢেউ ফুলের সুগন্ধ,

রাতের তারারা সবাই জড়ো

হয়েছে তোকে একসাথে বলতে।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে.

আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস.

শুভ জন্মদিন.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

নতুন সকাল,

নতুন দিন নতুন করে শুরু,

যা হয় না যেন শেষ.

জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম

তোমায় এই এস এম এস ! শুভ জন্মদিন !

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক,

জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক,

পরীক্ষা যেন আসুক তোমার জীবনে,

প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক!

শুভ জন্মদিন

শুভ জন্মদিন এসএমএস

 আজকের দিনে মায়ের কোলে

আলো হয়ে তুমি এসেছিলে,

সবার আশা পূর্ণ করে

আনন্দ বুক ভরিয়েছিলে,

এমনি করেই ভুবন ভরে

থাকো তুমি চিরতরে

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকের এই দিনে আশা রাখি জীবনের আনন্দ

যাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না।

জন্মদিনের শুভেচ্ছা নিও

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ,

হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ,

বেঁচে থাক হাজার বছর

<শুভ জন্মদিন>

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

কামনা বাসনা স্বপ্ন সাধনা

তুমি প্রদীপের আলো

তোমার হাসিতে তোমার খুশিতে

ভুবন লাগে ভালো

পৃথিবী যত দিন থাকবে

ততোদিন থাকুক তোমার ঐ হাসি

অনেক বড় হও

দেখুক তোমাকে এই বিশ্ববাসী

*Subho Jonmodin*

শুভ জন্মদিন এসএমএস

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 এই পৃথিবীর সব থেকে মজাদার মানুষকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আগামী বছরগুলিও আরো আনন্দ এবং উৎকর্ষতায় ভরে উঠুক এই কামনা করি 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

জন্মদিন মানে শুধু বন্ধুদের সাথে এনজয় করা নয়…

জন্মদিন মানে তোমার কাছে নিজেকে প্রমান করার জন্যে

আগের বছর অবধিও যা সময় ছিল,

তার চেয়ে এখন এক বছর কম আছে..

তাই নিজের প্রতি যত্নশীল হও,

নিজের দায়িত্ব পালন করতে শেখ…

আরো বড় হও-তোমার জন্মদিনে আমি এই কামনা করি..

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

গত বছর ঈশ্বর এই দিনটাতে স্বর্গ থেকে সবচেয়ে মিষ্টি এঞ্জেল-টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে…

ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ এক বছর বয়সী হয়ে উঠেছে…

কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো….

শুভ জন্মদিন…

শুভ জন্মদিন এসএমএস

Jonmodiner Shuveccha – Birthday Wish/SMS

 গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলী,

শরতের গিতালী, হেমোন্তের মিতালী,

শীতের পিঠাফুলি, বসন্তের ফুলকলী,

এমনি করে ভরে থাক তোমার জীবনের দিনগুলি ।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 সকাল থেকে সন্ধ্যা , তোমার জন্মদিন হোক উজ্জল !

জন্মদিনে আন্তরিক অভিনন্দন …

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Purono sab shriti kare felo eti,

Purano sab kasto kore felo nasto,

Purono shob bedona r mone rekho na,

Puraner hoyece maron ,

Natun kore karo baron Takao nabo surjer dike Surjo ta hase ,

tomay bhalobese

happy birthday !!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

স্বপ্ন গুলো সত্যি হোক

সকল আশা পূরণ হোক।

দুঃখ গুলো দূরে যাক

সুখে জীবনটা ভরে যাক।

জীবনটা হোক ধন্য

শুভ কামনা তোমার জন্য।

~ শুভ জন্মদিন ~

শুভ জন্মদিন এসএমএস

রাত পেরিয়ে আর একটা দিন , তাই তোমার জন্মদিন ।

প্রকৃতি সেজেছে নতুন সাজে ,

ফুল ফুটেছে রাশি রাশি গাছে গাছে ।

দোয়েল ময়না টিয়া ডাকছে আপন সূরে । জন্মদিনে শুভেচ্ছা জানাবে বলে ।

শুভ জন্মদিন ।

জন্মদিনের শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

দু’চোখ খুলে চেয়ে দেখো

আসছি আমি,গাইছি গান

তোমার জন্মদিনে।

নীল আকাশের সব নীল

লাল গোলাপের সব লাল ;

বেলী ফুলের শুভ্র সাদা

রংধনু’র রঙের ছটা।

চারিদিকে শান্তির গান

পাবে তুমি দীর্ঘ-জীবন।

এই দিনের আমার জমিনের

সব ফুল, সব ফল ;

দিলাম তোমায়, সব-ই দিলাম

দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, লক্ষ-কোটি গান……..।।।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

“কামনা বাসনা স্বপ্ন সাধনা

তুমি প্রদীপের আলো।

তোমার হাঁসিতে তোমার খুশিতে

ভুবন লাগে ভালো।

পৃথিবী যত দিন থাকবে

ততোদিন থাকুক তোমার ঐ হাঁসি।

অনেক বড় হও

দেখুক তোমাকে এই বিশ্ববাসী।

~শুভ জন্মদিন~

শুভ জন্মদিন এসএমএস

মন খোঁজে সারাক্ষণ মনের মতো মন ,

মনের আশা পূরণ করতে তোমার প্রায়োজন ,

শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা ,

তার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা ,

এই ভালোবাসা যেন টিকে থাকে সারা জীবন

HAPPY BIRTHDAY FRIEND !!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Many many happy returns of the day হাজার wish আমার তরফ থেকে নিয়ে নে আজকের শুভ দিনে একটা পার্টি দিতে হবে কোনো বারণ শুনবো না আজ পেটপুরে খাওয়াতে হবে

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 একদিন আকাশটা কাঁদছিল..

আমি জিজ্ঞেস করলাম কাঁদছ কেন?

আকাশ বলল,”আমি আমার সবথেকে দামী নক্ষত্রটা হারিয়ে ফেলেছি…”

কবে সে হারিয়েছে জানো?

যেদিন তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছ…

শুভ জন্মদিন..

শুভ জন্মদিন এসএমএস

Shuvo Shuvo Shuvo Din,

Aj Tomar Jonmodin.

Mukhe Tomar Dipto Hashi

Ful Futece Rashi Rashi.

Hajar Fuler Maje Golap Jemon Hase,

Temon Kore Bondu Tomar Jibon Jeno

Sukher Shagore Vase

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 এই দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক..

আর তোমার আয়ুতে দিন কম পড়লে

ঈশ্বর যেন আমার আয়ু থেকে তোমায় সময় দান করেন…

শুভ জন্মদিন..

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 “আজ মেঘেদের মুখে হাঁসি

বর্ষার লুকোচুরি..

বৃষ্টিটা যেনো আজ লাগছে

অনেক সুন্দরী

আজ আকাশটা উদাসী,

আনন্দের রঙ মিছিল..

ধরণীর বুকে ছড়িয়ে

পড়েছে খুশির সলিল

~Happy Birthday~

জন্মদিনের শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

কথা দিলাম সারাজীবন তোমার পাশে থাকবো কথা দিলাম সারাজীবন তোমাকে মনে রাখবো কথা দাউ সারাজীবন তুমি আমার পাশে থাকবে কথা দাউ সারাজীবন তুমি আমাকে মনে রাখবে ———–হ্যাপি বার্থডে———–

শুভ জন্মদিন এসএমএস

বন্ধু তুই আমার পরিবারের একজন।

তোকে ছাড়া চলবে না আমার জীবন।

পৃথিবীতে তোর আগমনের এই দিনে,

প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

রাতের আকাশে চাঁদনি আলো

লাগছে দেখো কতো ভালো,

তারা সবাই অপেক্ষা করছে

রাত্রি কখন 12 টা বাজে,

ঘড়িতে যখন 12 টা বাজে,

নতুন বছর তোমার শুরু হবে।

এমন দিন যেনো

তোমার আসে বারে বারে।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আকাশ ভরা সূর্য্য তারা,

জীবন হোক আনন্দে ভরা,

রংধনুর ওই সাতটি রঙে

শ্রেষ্ঠ হও তুমি এই ভুবনে,

পড়ুক এসে আলোর আভাস

প্রাণে লাগুক খুশির বাতাস।

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোমার জন্য প্রার্থনা করি

১২ মাস আনেন্দর,

৫২ সপ্তাহ খুশির,

৩৬৫ দিন সাফল্যের,

৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,

আর ৫২৫৬০০ মিনট

সৌভাগ্যের হয়….!

~শুভ জন্মদিন~

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

বিধাতার সুখের নিরে

হোক তোমার বসবাস।

স্বপ্ন গুলো সত্যি হয়ে

কেটে যাক ১২ মাস।

ইচ্ছে গুলো ডানা মেলুক

প্রজাপতির মতো।

মুছে যাক তোমার জীবনের

দুঃখ আছে যত।

~Happy Birthday~

শুভ জন্মদিন এসএমএস

birthday-kobita

 তুমি তো অনেক চালাক! আজকে যখন দেখা হয়েছিলো

তখন তো বলোনি যে আজকের তোমার জন্মদিন!

তাহলে তো আজকের খাবারের বিল

তোমার থেকেই আদায় করতাম।

এটা জমা থাকলো।

শুভ জন্মদিন বন্ধু, জমা থাকলো কিন্তু!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Rater andhkar katiye futllo diner alo Alor choyay mridu haoyay dinta katuk tomar valo Sarajibon pase theko hoye chader alo  

Happy Birthday

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

রাতের অন্ধকার কাটিয়ে ফুটলো দিনের আলো আলোর ছোয়ায় মৃদু হওয়ায় দিনটা কাটুক তোমার ভালো সারাজীবন পাশে থেকো হয়ে চাঁদের আলো ———–হ্যাপি বার্থডে———-

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

জীবন একটা বইয়ের মতন,

আর তার প্রতিটি পাতা

হল এক একটা বছর,

সেই পাতাগুলোকে তুমি

কিভাবে সাজাবে তা নির্ভর

করছে তোমার উপর..

শুধু খেয়াল রেখো বইটি যেন

দেখতে সুন্দর হয়…

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা…

তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে…

শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে

যেন একটা সমতা থাকে

জন্মদিনের শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

জীবনটা আঙুলের ছাপের মতই নকল করা যায়না ..তাই এটা দিয়ে সুন্দর ছাপ রেখে যাওয়ার চেষ্টা করো .. এক মুহূর্তও নষ্ট কোরো না, কারণ সময়ের কোনো ছুটি নেই, স্বপ্নের কোনো শেষ নেই এবং জীবনে কোনো থামা নেই ..শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Koto bochhor periye gelo Aaj shuvo din chole alo Ajker dine thakbena kono rin Tomay ami janai shuvo jonmodin

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

কতো বছর পেরিয়ে গেলো আজ শুভ দিন চলে এলো আজকের দিনে থাকবেনা কোনো ঋণ তোমায় আমি জানাই শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Koto purono smriti mone vase Koto sopno jotne rekhechi moner o pase Koto kotha bolechi tomake Bondhu vebe sathe rekhecho amake ———–Happy Birthday————

শুভ জন্মদিন এসএমএস

কতো পুরোনো স্মৃতি মনে ভাসে কতো স্বপ্ন যত্নে রেখেছি মনের ও পাশে কতো কথা বলেছি তোমাকে বন্ধু ভেবে সাথে রেখেছো আমাকে ———–হ্যাপি বার্থডে———–

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

জন্মদিনটা হল জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটা..

তোমার এই বিশেষ দিনটাকে প্রাণ ভরে উপভোগ করো আরও একশ বছর..

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Mukher o onek vasay royeche onek asa Sobar aage janai tomay amar valobasa Kichu kotha baki ache, baki ache onek ichcha Tar por janai tomay jonmo diner onek suvechcha

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

মুখের ও অনেক ভাষায় রয়েছে অনেক আশা সবার আগে জানাই তোমায় আমার ভালোবাসা কিছু কথা বাকি আছে, বাকি আছে অনেক ইচ্ছা তার পর জানাই তোমায় জন্ম দিনের অনেক শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তোমার খ্যাতি হোক জগত জুড়ে…তোমার ব্যাপ্তি হোক আকাশ সমান…আর তোমার ব্যক্তিত্ব হোক বিদ্যুতের মত তীক্ষ্ণ…আশীর্বাদ করি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হও…

এই কামনা করে তোমায় জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা…

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Thakbena kono asa, thakbe sudhu valobasa Cholbo aki pothe, thakbena kono rin, katbe saradin Ai shuvo dine janai tomay, tomar shuvo jonmodin

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

থাকবেনা কোনো আসা, থাকবে শুধু ভালোবাসা চলবো একি পথে, থাকবেনা কোনো ঋণ, কাটবে সারাদিন এই শুভ দিনে জানাই তোমায়, তোমার শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

বয়স যতই বৃদ্ধি পাক না কেন,

তোমার মনে থাকা সেই প্রাণ প্রাচুর্য্য যেন কখনো না হ্রাস পায়.

এই পৃথিবীটা একটা খেলার মাঠ,

তাই সহজ জীবনটাকে কখনো কঠিন করে তুলো না যেন…

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Ajker dinta sudhu tomar name thakbe Ajker din tate amar sudhu tomakei lagbe Ajker din tate ami tomar hat dhorbo Happy Birthday wish tomake korbo

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আজকের দিনটা শুধু তোমার নামে থাকবে আজকের দিন টাতে আমার শুধু তোমাকেই লাগবে আজকের দিন টাতে আমি তোমার হাত ধরবো Happy Birthday wish তোমাকে করবো

জন্মদিনের শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।

শুভ জন্মদিন

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Chaina taka, chaina poysa, chaina rajar dhan Ami to sudhu chai tomar oi sundor mon Diner bela rodh utheche surjo thakur dichche alo Ami sudhu chai ajker dinta tomar katuk valo ———–Happy Birthday 2 You————

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

চাইনা টাকা, চাইনা পয়সা, চাইনা রাজার ধন আমি তো শুধু চাই তোমার ওই সুন্দর মন দিনের বেলা রোধ উঠেছে সূর্য ঠাকুর দিচ্ছে আলো আমি শুধু চাই আজকের দিনটা তোমার কাটুক ভালো ———–

হ্যাপি বার্থডে 2 ইউ———-

জন্মদিনের শুভেচ্ছা

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,উক্তি,কবিতা ছবিসহ নিয়ে  এই ধরনের আর ও অন্য সকল পোষ্ট পেতে সাথে থাকুন। জন্মদিনের এসএমএস  পোষ্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার ‍দিন।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -