আইটি ব্লগ কর্ণারে লিখুন

 আইটি ব্লগ কর্ণারে লিখুন

আইটি ব্লগ কর্ণারে আপনার লেখা পাঠান। যে কোনো ধরনের রিভিউ,ছোট গল্প,আপনার ভ্রমণ কাহিনি,টেক রিলেটেড যেকোনো বিষয়ে লেখা পাঠাতে পারেন অথবা আপনি নিজেই আমাদের ওয়েবসাইট এ লিখতে পারেন।

লেখা পাঠানোর নিয়মঃ

১| কোনো ওয়েব সাইট থেকে কনটেন্ট কপি করা যাবে না,তা গ্রহণযোগ্য নয়। (নিজস্ব লেখা হলে বেশি প্রধান্য দেওয়া হয়)

২| পূর্বে কোনো ব্লগে বা অন্য ওয়েবসাইটে প্রকাশ করেছেন এরকম লেখা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করা হয় না।

৩| আত্ম-প্রচার, স্প্যাম এবং অপ্রাসঙ্গিক লিঙ্কগুলি অনুমোদন করা হবে না।

৪| পোস্টে কোনো প্রকার খারাপ অসংযত থাকলে তা প্রকাশ করা হবেনা।

৫| লেখার মধ্যে ভুল বা মনগড়া তথ্য থাকলে তা প্রকাশ করা হবেনা।

৬| কাউকে বা কারো ধর্মকে, আঘাত হানতে পারে এরকম পোস্ট প্রকাশ করা হবেনা।

লেখা পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন।