প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার
প্রিয় পাঠক, আজকে আমরা প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার গুলো শেয়ার করবো আপনাদের সাথে। বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে অনেক সময়ই আমরা চিন্তিত থাকি। বিল বেশি আসার ভয়, বিল পরিশোধে বিলম্ব, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝামেলা ,এসব নিয়ে কার না মাথা ঘুরে? এই সমস্যা সমাধানের জন্য এসেছে প্রিপেইড মিটার। প্রিপেইড মিটার ব্যবহারে ফলে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে গেছে।
প্রিপেইড মিটার কি?
প্রিপেইড মিটার হলো এক ধরণের বিদ্যুৎ মিটার যেখানে বিদ্যুৎ ব্যবহারের পূর্বে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে হয়। রিচার্জ করা টাকা শেষ হয়ে গেলে মিটার বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
প্রিপেইড মিটারের সুবিধা:
নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে বিদ্যুৎ বিল বেশি হওয়ার ঝামেলা থাকে না।
বিচ্ছিন্ন হওয়ার ঝামেলা থাকে না। কারণ, মিটারে টাকা শেষ হয়ে গেলেই মিটার বন্ধ হয়ে যায়।
অতিরিক্ত সুবিধা:
অনেক প্রিপেইড মিটারে বিভিন্ন অতিরিক্ত সুবিধা থাকে। যেমন, লোড মনিটরিং, রিমোট কন্ট্রোলিং, বিদ্যুৎ ব্যবহারের ইতিহাস ইত্যাদি।
প্রিপেইড মিটার ব্যবহারের নিয়ম:
- প্রিপেইড মিটারের জন্য আলাদা চার্জ প্রযোজ্য।
- মিটারের ওয়ারেন্টি থাকে।
- মিটারের কোন সমস্যা হলে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে জানাতে হবে।
- বিদ্যুৎ বিতরণ সংস্থার ওয়েবসাইটে প্রিপেইড মিটার সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
প্রিপেইড মিটারের অনেক সময় দেখা যায় যে, টাকা রিচার্জ করার পর আমাদের ফোনে টোকেন নাম্বার এর এসএমএস আসে না।
প্রিপেইড মিটার
প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বারনেটওর্য়াক সমস্যা বা ফোনের ইনবক্স ফুল থাকার কারনে এই সমস্যাটি বেশি দেখা যায়। পুনরায় টোকেন নাম্বারটি পেতে হলে অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করার প্রয়োজন পড়ে।এছাড়া মিটারের নানা রকম সমস্যা হলে ও হেল্পলাইন নাম্বারের প্রয়োজন। বর্তমান কাড মিটার গুলো সর্ম্পকে অনেকের ধারনা কম । তাই নানা রকম সমস্যা পড়লে এই হেল্পলাইন গুলো অনেক গুরুত্বপূর্ণ।নিচে প্রতিষ্ঠানের নাম ও হেল্পলাইন নাম্বার দেওয়া হলোঃ
সকল প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার
আপনার যদি মিটারে রিচার্জ করার পর টোকেন নাম্বার না আসে তাহলে অফিসে কল দেওয়ার পর, আপনার সমস্যাটি কথা বললে তারা আপনার মোবাইল নাম্বার বা মিটার নাম্বার জানতে চাইবে। পুনরায় টোকেন নাম্বারগুলো আপনাকে এসএমএস করে দিয়ে দিবে।
প্রতিষ্ঠানের নাম | হেল্প লাইন নাম্বার |
---|---|
বিপিডিবি |
১৬২০০ |
বিআরইবি |
০১৭৯২-৬২৩৪৬৭ |
নেসকো |
১৬৬০৩ |
ওজোপাডিকো |
১৬১১৭ |
ডিপিডিসি |
১৬১১৬ |
ডেসকো |
১৬১২০ |
শেষকথা,
আজকের সকল প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে,অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার করুন। হয়তো এই আর্টিকেলটি উনারও উপকারে আসতে পারে।
বিঃদ্রঃ: উপরে প্রদত্ত তথ্যগুলো সাধারণ ধারণার জন্য। বিস্তারিত তথ্যের জন্য আপনার এলাকার বিদ্যুৎ বিতরণ সংস্থার সাথে যোগাযোগ করুন।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.