Tuesday, April 8, 2025
No menu items!
HomeBanglaপড়ালেখানিরীক্ষার সংজ্ঞা দাও। অথবা, নিরীক্ষা বলতে কি বুঝ?

নিরীক্ষার সংজ্ঞা দাও। অথবা, নিরীক্ষা বলতে কি বুঝ?

নিরীক্ষার সংজ্ঞা দাও। অথবা, নিরীক্ষা বলতে কি বুঝ?

সূচনা: সাধারণত যে কোন লোকের জ্ঞান সীমাবদ্ধ। কোন মালিকের হিসাবরক্ষণের জ্ঞান না থাকলে কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান বড় হলে হিসাবরক্ষণের জন্য তৃতীয় ব্যক্তিকে নিয়োগ করতে হয়। সেই তৃতীয় ব্যক্তি কর্তৃক হিসাবের শুদ্ধতা ও যথার্থতা যাচাইয়ের প্রয়োজন হতেই নিরীক্ষা শাস্ত্রের উৎপত্তি।

নিরীক্ষা বলতে কি বুঝ?

ইংরেজি Auditog শব্দটি ল্যাটিনং শব্দ Audire হতে এসেছে। Audire শব্দের অর্থ শ্রবণ করা। তাই Auditing শব্দের অর্থ ও শ্রবণ করা। প্রাচীনমালে কর্মচারীরা নির্ভুলভাবে হিসাব রাখছে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবসায় মালিক এ বিষয়ে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করতেন,

এসব ব্যক্তি হিসাবরক্ষকের মুখ হতে তাদের প্রস্তুতকৃত হিসাবশ্রবণ করতেন এবং শ্রবণের মাধ্যমেই হিসাবের সঠিকতা বিচার করতেন। এভাবে নিরীক্ষা শব্দটি প্রচলিত হয়। নিম্নে বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত প্রদান করা হলো-

১। A. W Hanson বলেন, “সলিলপত্রাদি হতে যেসব বিবরণী প্রস্তুত করা হয়েছে তাদের নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য ঐসব দলিলপত্রাদি পরীক্ষা করার নামই নিরীক্ষা।”

২। Internatinal Standard of Auditing অনুসারে “মতামত প্রদানের জন্য কোনো প্রতিষ্ঠানের আকার ও আইনগত রূপ এবং প্রতিষ্ঠানটি মুনাফাভোগী বা অমুনাফাভোগী তা বিবেচনায় না এনে তার আর্থিক বিবরণী অথবা অর্থ সম্পর্কিত তথ্যাবলির নিরপেক্ষ পরীক্ষাকে নিরীক্ষা বলে।”

৩। Mautz এর মতে, “হিসাব সংক্রান্ত বিবরণী ও প্রতিবেদনগুলোর নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নির্ণয়ের জন্য হিসাব সংক্রান্ত তথ্যগুরো যাচাই করা হলো নিরীক্ষার বিষয়বস্তু।”

৪। R. R Comber বলেন, নিরীক্ষা হলো তৃতীয় ব্যক্তি কর্তৃক হিসাবের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক লিপিবদ্ধকৃত হিসাবের বই ও তথ্যাদির নিরপেক্ষ পরীক্ষা, যার উদ্দেশ্য হলো প্রস্তুতকৃত হিসাব বিবরণীর নির্ভুলতা যাচাই করা।

৫। Montgomery প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, “কোনো ব্যবসা বা অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপ এবং তার ফলাফল নির্ধারণ করা বা তাদের সত্যতা যাচাই করা ও সে সম্পর্কে প্রতিবেদন পেশ করার উদ্দেশ্যে হিসাব সংক্রান্ত বইসমূহ ও অন্যান্য দলিলপত্রাদির নিয়মানুগ পরীক্ষাকে নিরীক্ষা বলা হয়।

উপসংহার: উপরিউক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে, বিজ্ঞ, প্রাজ্ঞ যোগ্যতা সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি দ্বারা হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত প্রতিষ্ঠানের লাভ-লোকসানু হিসেবে এবং উদ্বর্তপত্রে প্রদর্শিত আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সংশ্লিষ্ট ভাউচার ও অন্যান্য দলিল পত্রের সাহায্যে সুচতুর ও সমালোচনামূলক সত্যতা যাচাই করাকে নিরীক্ষা বলা হয়।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -