Doogee V40 Pro
Doogee ঘোষণা করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Doogee V40 Pro, যা বাজারে আসতে যাচ্ছে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর। ডিভাইসটি শক্তিশালী স্পেসিফিকেশন এবং উন্নত বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি।
এর গ্লোবাল মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার এবং বাংলাদেশে এর প্রত্যাশিত মূল্য হবে ৭০,০০০ টাকা।
Doogee V40 Pro আধুনিক সব নেটওয়ার্ক প্রযুক্তি সাপোর্ট করবে। এতে থাকছে GSM, CDMA, HSPA, LTE এবং 5G নেটওয়ার্ক সমর্থন। ডিভাইসটি ৫জি SA/NSA ব্যান্ড সাপোর্ট করে, যা দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করবে।
ডিভাইসটি IP68/IP69K ধূলা ও পানি প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, যা ১.৫ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে। এছাড়া এটি ১.৮ মিটার পর্যন্ত কংক্রিটে পড়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে না। MIL-STD-810H মানসম্পন্ন হওয়ায় এটি সামরিক মানের টেকসই ডিভাইস হিসেবে বিবেচিত।
Doogee V40 Pro তে ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০Hz, যা ব্যবহারকারীদের আরও স্মুথ অভিজ্ঞতা দেবে। এর পিছনে ১.৪৭ ইঞ্চির একটি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে, যা ডিভাইসটি আরও কার্যকরী করে তুলবে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে Mediatek Dimensity 7300 (৪ ন্যানোমিটার) চিপসেট ব্যবহার করা হয়েছে। এর অক্টা-কোর প্রসেসর এবং Mali-G615 MC2 গ্রাফিক্স প্রসেসর ব্যবহারকারীদের দ্রুতগতি ও উন্নত গ্রাফিক্স পারফরম্যান্স দেবে।
Doogee V40 Pro তে বিশাল ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে আরও বাড়ানো যাবে, যা ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা।
এই ডিভাইসে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো, ২০ মেগাপিক্সেল নাইট ভিশন এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। ক্যামেরা সেটআপে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া ৪কে@৩০fps এবং ১০৮০p@৩০fps ভিডিও রেকর্ডিংও করা যাবে। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ডিভাইসটি তে ৮৬৮০ mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ধরে চলবে। ব্যাটারিটি ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে এবং রিভার্স চার্জিংও সম্ভব।
কিছু সীমাবদ্ধতা
ডিভাইসটি সব দিক দিয়ে শক্তিশালী হলেও, এতে FM রেডিও সাপোর্ট নেই, যা কিছু ব্যবহারকারীদের জন্য অসুবিধাজনক হতে পারে।
Doogee V40 Pro তার শক্তিশালী স্পেসিফিকেশন, উন্নত ক্যামেরা ও বড় ব্যাটারির মাধ্যমে ব্যবহারকারীদের একটি প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করবে।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.