Friday, April 18, 2025
No menu items!
HomeBanglaস্ট্যাটাসপদ্মজা উপন্যাসের উক্তি ও রিভিউ

পদ্মজা উপন্যাসের উক্তি ও রিভিউ

পদ্মজা উপন্যাসের উক্তি 

প্রিয় পাঠক, আজকে আর্টিকেলে আমরা সদ্য ভাইরাল হওয়া পদ্মজা উপন্যাসের উক্তি বা লাইন শেয়ার করব। পদ্মজা আমার পড়া সেরা উপন্যাস ।পদ্মজা উপন্যাসটি লিখেছেন ইলমা বেহরোজ।ইলমা বেহরোজ এর ডাকনাম ইলমা। জন্ম ২০০৩ সালের ১৮ জুলাই।

ইলমা বেহরোজের লেখনীশৈলী অত্যন্ত মসৃণ ও প্রাঞ্জল। তিনি সহজ ভাষায় জটিল বিষয়গুলোকে সাবলীলভাবে তুলে ধরেছেন। উপন্যাসের বর্ণনা অত্যন্ত চিত্রাত্মক ও আকর্ষণীয়।পদ্মজা একটি অবশ্যই পঠনযোগ্য উপন্যাস যা পাঠকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। নারীর অধিকার, সমাজ, এবং জীবনের বাস্তবতা সম্পর্কে ধারণা লাভের জন্য এটি একটি অমূল্য সম্পদ। 

পদ্মজা উপন্যাস এর সকল চরিত্রই অত্যন্ত জীবন্ত ও বাস্তব। পদ্মজার চরিত্রায়ণ অতুলনীয়। একজন নারীর সাহস, শক্তি, এবং আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি হিসেবে তিনি পাঠকদের অনুপ্রাণিত করেন। অন্যান্য চরিত্রগুলোও তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও জটিলতায় সমৃদ্ধ।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র পদ্মজা হচ্ছে এক তরুণী যিনি সমাজের রক্ষণশীল নিয়মকানুনের বিরুদ্ধে লড়াই করে নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে চান। তার জীবনে একাধিক পুরুষ চরিত্র এসে যায়, কিন্তু কেউই তার অসাধারণ মন ও চেতনাকে স্পর্শ করতে পারে না।

পদ্মজা উপন্যাসের উক্তি

বিশেষ দিক:

  • নারীর অধিকার ও স্বাধীনতার উপর জোরালো বার্তা
  • সমাজের রক্ষণশীল নিয়মকানুনের সমালোচনা
  • জীবনের বাস্তবতা চিত্রায়ণে নির্ভীকতা
  • অসাধারণ চরিত্রায়ণ
  • মসৃণ ও প্রাঞ্জল ভাষা

পদ্মজা উপন্যাস কোথায় পাবেন?

  • লেখক: ইলমা বেহরোজ
  • প্রকাশনা: রকমারি
  • পৃষ্ঠা: ৩০৪
  • মূল্য: ৫৫০ টাকা

আপনি যদি একটি চিন্তা-উদ্দীপক ও মনোমুগ্ধকর উপন্যাস খুজে থাকেন, তাহলে পদ্মজা উপন্যাসটি আপনার জন্য। আজকের ব্লগে  পদ্মজা উপন্যাসের সেরা কিছু উক্তি  আপনাদের মাঝে শেয়ার  করবো। আশাকরি আপনার ভালো লাগবে।

পদ্মজা উপন্যাসের কিছু অদ্ভুত লাইন যেগুলো বারবার মুগ্ধ করে তা নিচে দেওয়া হলোঃ- পদ্মজা উপন্যাসের উক্তি

পদ্মজা উপন্যাসের উক্তি

পদ্মজা উপন্যাসের উক্তি ও রিভিউ

>>>>><<<<<

সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক,

তুই বন্ধু শুধু আমারই থাক।

>>>>><<<<<

তুমি চাও বা না চাও,পরপারে দেখা হলে আমি

আবার তোমার পিছু নেব।

>>>>><<<<<

আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিলো 

ভূমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাঁরিয়ে আছো,

আমার হৃদপিন্ড থমকে যায়।

>>>>><<<<<

আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি।

আমি পাপ,তুমি পবিত্র। এত অমিলে কেনো হলো মিলন,

কেনো কালো অন্তরে ছড়িয়ে ছিলে ফুলের

সুবাস? আমাকে ধ্বংস করার জন্য কি অস্ত্র ছিল না!

>>>>><<<<<

তোমাকে দেখার তৃষ্ঞা আমার কখনোই মিটবে না

পদ্মাবতী

>>>>><<<<<

গত চার দিনের একাংশ যন্ত্রনা যদি তুমি অনুভব করতে, তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে..! আমার শাস্তি হতো বেঁচে থাকা..! 

>>>>><<<<<

বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি আমাকে বাঁচাও 

>>>>><<<<<

পদ্ম যার ঠোঁটে আঁকা হাসি এই হাসির জন্য দুনিয়ায় এফোঁড়- ওফোঁড়  করতে রাজি 

>>>>><<<<<

তোমার জন্য বুকটা পুড়ে যাচ্ছে! তোমায় ছোঁয়ার সাধ্যি,দেখার সাধ্যি কেনো নেই আমার?

>>>>><<<<<

পদ্মাবতী  আমার রানী! 

আমি কাঁটা বিছানো বাগানে শুয়ে থাকি, আর তুমি আমার বুকে হেটে বেড়াও।

>>>>><<<<<

থাক না দু একটা কলঙ্ক। 

>>>>><<<<<

পদ্মাবতী,আমার ইচ্ছে তোমার হাতে খুন হয়ে যায়!

>>>>><<<<<

পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার বউ, কি সৌভাগ্য আমার! 

>>>>><<<<<

শেষবার ছুঁয়েছি আর ছোঁবনা,শপথ করছি আর ছোঁবনা।

>>>>><<<<<

তোমার এই চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে,আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। 

>>>>><<<<<

মাশাল্লাহ দিনের বেলা চাঁদ উঠে গেছে। 

>>>>><<<<<

পদ্মাবতীর প্রতিটা নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে। 

>>>>><<<<<

পদ্মজা: আমাকে আপনার পাপের জীবনের সাথে জড়ালেন কেন…?

আমির হাওলাদার: আমার পাপের চেহারা চাদর দিয়ে

 ঢেকে রেখেছিলাম তোমাকে ভালোটাই দেখিয়েছিলাম

 তুমি চাদর তুলতে গেলে কেন..!

>>>>><<<<<

যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। 

>>>>><<<<<

তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন তাও হলো না। 

>>>>><<<<<

তুমি সত্যিই একটা পদ্মফুল পদ্মাবতী!

>>>>><<<<<

সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর  ঠিক বা’পাশে হয়, তাকে আমি ভালোবাসি!! 

>>>>><<<<<

কবুল,কবুল,কবুল। আমি কবুল করছি পূর্ণা। তুমিও কও। সবাই হুনছে আমি কইছি। সবাই হুনছেন না? এহন তুমি কও। পূর্ণা  আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা। আমারেও সাথে নিয়ে যাও। 

আমারেও সবাই কবর দেন। পূর্ণার লগে কবর দেন। দিবেন আপনারা?

আমি কবুল কইছি না?অর্ধেক বিয়া তো হইয়া গেছে, হইছে না? 

“এই কালি?  কালি কইছি তো। গুস্সা করো..গুস্সা করো আমার সাথে।গালি দেও আমারে। ও পূর্ণা…ও ভ্রমর। চাইয়া দেহো একবার। আসমানের পরি তুমি… সবচেয়ে সুন্দর মুখ তোমার। হাসো পূর্ণা।হাসো।

##মৃদুল

আজকের পদ্মজা উপন্যাসের উক্তি গুলো আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আপনি যদি পদ্মজা উপন্যাসটি পড়ে থাকেন কমেন্টে জানাবেন। 

Disclaimer: আইটি ব্লগ কর্ণার এ পদ্মজা ইবুক এর প্রকাশ করা হয়েছে সেটার স্বত্বাধিকারী আইটি ব্লগ কর্ণার নয়। বইটি অনলাইন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে পাঠকদের মাঝে শেয়ার করা হয়েছে। আমরা নিজেরা কোন ইবুক তৈরি করিনা কিংবা পাঠকদের ইবুক পাঠে উৎসাহও প্রদান করছিনা। পিডিএফ কখনো হার্ডকপির বিকল্প হতে পারেনা এবং দীর্ঘক্ষণ পড়ার জন্য পিডিএফ বই উপযোগীও নয়। তাই আমরা সবসময় পাঠকদেরকে অনুরোধ করি হার্ডকপি কিনে পড়া জন্য। এতে লেখক এবং প্রকাশকরা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং আমরাও নতুন নতুন লেখা পাবো।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -