ছোট ছোট বাংলা শায়েরী ২০২৪
প্রিয় পাঠক, আজকে আমরা ছোট ছোট বাংলা শায়েরী শেয়ার করবো আপনাদের সাথে। ছোট ছোট বাংলা শায়েরী গুলো ছোট হলেও শায়েরীর লাইনগুলোর গভীরতা আর মর্মস্পর্শীতা অনন্য। জীবনের বিভিন্ন মুহূর্তের প্রতিফলন এই ছোট ছোট বাংলা শায়েরী গুলোতে প্রতিফলিত হয়েছে।
কখনো ভালোবাসার অনুভূতি, কখনো ব্যথার করুণ সুর, কখনো আবার সুখের মিষ্টি হাসি—এই ছোট ছোট বাংলা শায়েরী গুলো আমাদের জীবনের প্রতিটি মূহর্তের সঙ্গে সম্পর্কিত। চলুন দেরি না করে, এই ছোট ছোট শায়েরীর দেখে আসি এবং অনুভব করি। আজকের ছোট ছোট বাংলা শায়েরী গুলো ভালো লাগলে আপনার প্রিয়জনকে অথবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
ছোট ছোট বাংলা শায়েরী
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরও সুন্দর তুমি। পৃথিবীতে দুটি প্রাণ, তুমি আর আমি।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
শূন্য ছিল শীতল দীঘির, শীতল কালো জল… কেন তুমি ফোটালে সেথা ব্যথার নীল উৎপল।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
অকারণে তুলসী গাছে, ঢেলে দিলাম জল… পুরিলো মনের আশা, না ধরিল ফল…
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
হাজারো ভিড়ের মাঝে, মন আমার একজনকেই খুঁজে।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
যে ভিতরে মারা যায়, সে অন্যদের বাঁচতে শেখায়।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
দূরত্ব বাড়লে ভালোবাসা কমে না, ভালোবাসা কমলে দূরত্ব বাড়ে।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
ভালোবাসা হয়ে যায় খুব সহজেই, আর মায়া কাটানো যায় না সারা জীবনেও।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
অবহেলা শেষ হলে ডাক দিও, আমি আবারও ভালোবাসবো।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
চোখের দিকে তাকিয়ে যদি নাই বুঝলে মনের ভাষা, ওহে প্রেমিক! ব্যর্থ তুমি, ব্যর্থ তোমার ভালোবাসা।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
কষ্টটা কাউকে বুঝতে দিইনা, তাই সবাই ভাবে আমার কষ্ট হয়না।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
আমি ভালোবেসে ছিলাম তাই ঠকিনি, ঠকেছে সে যে ভালোবাসা বোঝেনি।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
কারো Extra Attitude সহ্য করি না, আর কাউকে Impress করারও চেষ্টা করিনা।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
আমায় তুমি কোনো দিন ভুলে যেও না। আর যদি ভুলে যাও, প্রাণে বাঁচবো না…
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
আজকে তোমায় শপথ করে বলতে হবে আগে, আমাদের এই ভালোবাসা চিরদিন কি রবে…
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
আমার উপর রাগ করলে, আমি যাবো কোথায় ?? তুমিই আমার সব কিছু গো, করো ক্ষমা আমায়।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
চোখে যদি অশ্রু আসে, রুমাল দিয়ে মুছিবে… বুকের রক্ত ঢেলে দিয়ে, আমায় ভালোবাসিবে…
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
ছোট ছোট বাংলা শায়েরী
জীবন প্রভাতে মনের মালাতে গেথে ছিলাম যত ফুল। আজ দেখি হায়, ফুল সে তো নয়, সবই জীবনের ভুল।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
তুলসীপাতা ভেবে তুমি দেবে যাকে মন, কচুপাতা বানিয়ে দেবে তোমার এ জীবন।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
চলো আজ আবার হাসা যাক, দেশলাই ছাড়ায় কিছু লোককে জ্বালানো যাক।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
প্রেম পিরিতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না, প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
আপনি কি জানেন, ছেলেদের ঠোঁট ফেটে যাচ্ছে, ভিটামিন GF এর অভাবে।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
তারপর বলো, প্রথম ভালোবাসা কয়দিন ছিল।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
ছোট ছোট বাংলা শায়েরী
এই মাত্র সিঙ্গেল থেকে ডাবল হলাম, তাও আবার আয়নার সামনে দাঁড়িয়ে।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে যাও, আর আমি খেলে তো অজ্ঞান হয়ে যায়।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
চলো ভেঙে দিই সব আড়ি, আজ আছি কাল তো নাও থাকতে পারি।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
গল্পটা এমন নয় যে, আমাকে চাওয়ার মানুষ ছিল না। গল্পটা ঠিক এমন যে, আমি যাকে চেয়েছি সে আমায় চাইনি।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
ছোট ছোট বাংলা শায়েরী
আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাইনা ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
নিজেকে হারিয়ে বসে আছি তোর পথে, মনকে বোঝাতে পারিনা আজ কোনভাবে।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
কাউকে কখনো মিথ্যে স্বপ্ন দেখিও না, পরে হয়ত সত্যিটা সহ্য করতে পারবে না।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
বর্তমানের প্রেম কিন্তু দেখতে লাগে বেশ, জানু দিয়ে শুরু আর জানোয়ার দিয়ে শেষ।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
রাত হলে সবাই তো চোখ বুজে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত শুধু হারিয়ে যাওয়া স্বপ গুলোকে খোঁজে।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
সবচেয়ে কষ্ট তো তখনই হয়, যখন কেউ অনেকটা কাছে এসে, আবার দূরে চলে যায়।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
তুমি রাগ করো অভিমান কর আর যাই করো না কেন।
আমাকে ছেড়ে যাওয়ার কথা মনে হলে আমার সমস্ত চুমুটুকু ফিরিয়ে দিয়ে যেও।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
ছোট ছোট বাংলা শায়েরী
তোমাকে জড়িয়ে থাকার যে আনন্দ সেটা পৃথিবীতে আর কোথাও নেই।
তোমার একবার জড়িয়ে ধরলে নিজেকে আর ফেরাতে পারি না।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
তোমাকে আমি এতটাই কাছে চাই।
যতটা কাছে আসলে আর দূরে যেতে পারবে না।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
সুযোগ পেলেই আমার হাত আর চোখ দুষ্ট হয়ে ওঠে।
আমার এই হাত তোমাকে ছুঁতে চায় আর আমার এই চোখ তোমাকে দেখে যায়।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
আমার এই মন শুধু তোমাকেই চায়।
হাজারো মুহূর্ত নিয়ে আমার চোখে একটু চোখ রাখো।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
এক পলকে এক মুঠোয় হাত নিয়ে তোমাকে আংটি পরিয়ে দিতে চাই।
সেই আংটিতে বন্দী করে নেব তোমাকে।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
মন খারাপ হলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে নিও।
আমি হব তোমার মানব বালিশ।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
রাস্তায় হাঁটতে হাঁটতে দুজনে হঠাৎ হাত ধরে ফেলা।
এক অসাধারণ মুহূর্তে হেসে ওঠা যেন গভীর ভালোবাসার নিদর্শন।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
ছোট ছোট বাংলা শায়েরী
আপনার প্রিয়জন যদি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে।
তাকে কিছুক্ষণের জন্য জড়িয়ে ধরুন।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
অভিমানের পালা শেষ করে ফিরে এসে তুমি আমার হৃদয়কে পূর্ণ করে দিয়েছো।
এক গভীর চুম্বন হবে তোমার পুরস্কার।
⇆⇆⇆⇆⇆⇆⇆⇆⇆
শেষকথা
আজকের ছোট ছোট বাংলা শায়েরী গুলো আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোর প্রতিফলন। এগুলো শুধু শব্দ নয়, বরং অনুভূতির এক নিখুঁত প্রকাশ। প্রতিটি লাইন যেন জীবনের একেকটি গল্প বলে, যা আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.