কোন নেশাতে গানের লিরিক্স By Tanzil Misbah
আজকের আমরা কোন নেশাতে গানের লিরিক্স শেয়ার করবো আপনাদের সাথে।কোন নেশাতে গানটি গেয়েছেন Tanzil Misbah। কোন নেশাতে গানটিতে সুর করেছেন Tanzil Misbah এবং কোন নেশাতে গানের লিরিক্স লিখেছেন Tanzil Misbah। নিচে কোন নেশাতে(এতো বাইসা ভালো কি পাইলাম এই মিছা দুনিয়ায়) গানটির লিরিক্স ও বিস্তারিত শেয়ার করা হলো:
Audio Credits :
- Song : Kon Neshate
- Singer : Tanzil Misbah
- Lyrics & Tune : Tanzil Misbah
- Music : Shovon Roy
- Record : A1 Record
Video Credits :
- Directed By Nazmul Evan
- Production : NE Films
- Produced By Burnabee Digital
- Dop : Yasin Bin Arian
- Edit : B Somin
- Color : Rakib Ahmmed
- Light : Roton Mollah
- Makeup Eushuf Ali Khan
Kon Neshate Song Lyrics:
কোন নেশাতে গানের লিরিক্স:
ও এতো বাইসা ও ভালো কি পাইলাম,এই মিছা দুনিয়াই
দিলডা ভাইঙ্গা চুইড়া গেলো,তার নাটকের খেলাই
আমার মন বাসনা উড়াই দিছি ওই আকাশে হাই
এতো কাছে থাইকা ও আমার সেই আমায় চিনে নাই,
এতো বাইসা ও ভালো কি পাইলাম,এই মিছা দুনিয়াই
দিলডা ভাইঙ্গা চুইড়া গেলো ,তার নাটকের খেলাই
আমার মন বাসনা উড়াই দিছি ওই আকাশে হাই
এতো কাছে থাইকা ও আমার সেই আমায় বুঝে নাই,।
কোন নেশাতে ছাড়লা আমারে
ও জানরে
কোন মায়াতে ভুললা আমারে,(২)
কত যন্ত্রনার আগুন পোহাইয়া জীবন করছি পার
সবকিছু ভুইলা গেছি তাও হইলা না আমার,
আমার হৃদ মাঝারে থাইকা ও তুমি কেমনে পারলা হায়,
তোমার নাটকের খেলা, আমি কিছুই বুঝি নাই(২)।
কোন নেশাতে ছাড়লা আমারে
ও জানরে
কোন মায়াতে ভুললা আমায়(৪)।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.