Monday, December 23, 2024
No menu items!
HomeBanglaস্ট্যাটাসকষ্টের এসএমএস, আবেগি কষ্টের স্ট্যাটাস

কষ্টের এসএমএস, আবেগি কষ্টের স্ট্যাটাস

কষ্টের এসএমএস

আজকের আমরা বাছাই করা কষ্টের এসএমএস,আবেগি কষ্টের স্ট্যাটাস শেয়ার করব আপনাদের মাঝে।দুঃখ মানুষের জীবনে একটি অংশ। মানুষের জীবনে নানা ধরনের দুঃখ কষ্ট আসে।মানুষ আসলে অন্যের কারণে দুর্দশা গ্রস্থ হয়। আমরা কোনো দুঃখ বা কষ্ট পেতে না চাইলেই ও দুঃখ আমাদের দোয়ারে এসে ধরা দেয়।সুখ দুঃখ আমাদের সবার জীবণে আসে।

আবার চলে ও যায় । সুখ  দুঃখ তাতক্ষণিক  আবেগ যা আমাদের মধ্যে পরিবর্তিত হয়। ধরেন আপনি এখন দুঃখিত কিছুক্ষণ পর এই পোষ্টটি পড়ে দুঃখ চলে গেল আর আপনি খুশি হয়ে গেলেন।এমন ও হতে পারে  আজ প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আপনি অনেক খুশি হয়েছেন, কিন্তু বৃষ্টির জন্য আপনার প্রয়োজনীয় কাজটি করতে পারেন আর আপনি কষ্ট পেলেন।

কিছু কিছু জিনিস আমাদের অনেক আনন্দ দেয় আবার কিছু কিছু জিনিস আমাদের কষ্ট দেয়।কিন্তু  এমন অনেক কষ্ট আছে যা কার ও কাছে শেয়ার করা যায় না বলা যায় না তখন আমরা ফেসবুক বা সোস্যাল মিডিয়ার মাধ্যমে মনের ফিলিংস গুলো শেয়ার করে থাকি।

তখন কিছুটা হলেও নিজের মনটাকে সান্তনা দি। কষ্টের এসএমএস – আবেগি কষ্টের স্ট্যাটাস এই ধরনের কিছু কষ্টের এসএমএস  আজকে আপনাদের মাঝে শেয়ার করব সেগুলো আপনাদের মন ছুয়ে যাবে।  আজকের আর্টিকেলটি বিভিন্ন রকম র্সোস থেকে সংগ্রহ করা হয়েছে।   

কষ্টের এসএমএস
 

কষ্টের এসএমএস

 Bangla Sad Sms কষ্টের এসএমএস

****************

ভালবাসা হলো এমন একটি মায়া,

তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে,

যত ভুলে যাবে ততই মনে পড়বে,

আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে

****************

কিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে ,

কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে ।

চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি ,

হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি ?

****************

 Bangla Sad Sms কষ্টের এসএমএস

যদি কর সুখের আশা করিও না ‘ভালবাসা’|

ভালবাসা অতি “কষ্ট, এতে হয় জিবন”নষ্ট,

ভালবাসার শেষ “ফল” বুকে বেথ্যা চোখে ‘জল.

হায়রে ভালবাসা

**************** 

কষ্টের এসএমএস

কষ্ট মানুষ কে পরিবর্তন করে ,

কষ্ট মানুষ কে শক্তিশালি করে

আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই

আমার জন্য নতুন শিক্ষা ।

কষ্টের এসএমএস

****************

আজ হলো সেই দিন, সুখ পেলাম যত!

আজ হলো সেই দিন, বুকে পেলাম ক্ষত!

আজকের এই দিনে, আপন হলো পর!

আজকের এই দিনে, ভাঙলো এই অন্তর!

****************

আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্টুর!

করে আপন সাঁদা কাফন, পাড়ি দেব অচিনপুর!

ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর!

সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর!

****************

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,

যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা..

শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,,

যেখানে জমা আছে অনেক ব্যাথা..!

****************

তোমারি অপেক্ষায় থাকবো আমি কোন দূর অজানায়,

নিয়তির এই খেলাতে কেউতো কারো নয়

বুজি না আজ ভাবনা গুলো আজ কেন এলোমেলো হয়,

তবু যেন সবকিছু এগিয়ে যাওয়া আগের মতোই,

কোন সত্য মিথ্যে নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়…

****************

কষ্টের এসএমএস

কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না

যা সইবার ক্ষমতা আমার নাই॥

দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না

যা বইবার ক্ষমতা আমার নাই॥

আমায় এতো বেশি কাঁদাইয়ো না,

যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥

****************

দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।

দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো।

ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে

কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।

****************

কষ্টের এসএমএস

ফুল গুলি সব ঝরে গেছে, বাগান আজ শুন্য।

তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন।

হঠাৎ করে হারিয়ে গেলে অজনা এক দেশে।

কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে?

পাখির গানে ঘুম ভাঙ্গে, তোমার ফোনে না।

প্রতিক্ষার প্রহর শেষে দেখা হল না..!!

****************

আপনার মধ্যে কতজন গল্পের ‘ভালোবাসায় আহত হয়েছিল?

এবং আপনি কতবার শপথ করেছেন যে আপনি আর কখনও ভালবাসবেন না?

কত নিঃসঙ্গ নিদ্রাহীন রাত?

কত মিথ্যা, কত দ্বন্দ্ব?

এবং কেন আপনি নিজেকে এই সমস্তের মধ্যে আবার ফেলে দিতে চান? 

****************

আপনার চোখের জল কেউ খেয়াল করে না,

কেউ আপনার দুঃখকে লক্ষ্য করে না,

কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করে না,

তবে প্রত্যেকে আপনার ভুলগুলি লক্ষ্য করে।

****************

কখনও কখনও আপনাকে অন্যদের ছেড়ে দিতে হয়,

কারণ আপনি নিজের যত্ন নেন,

এবং তারা তাদের যত্ন নেন না।

****************

আপনি যখন আপনার পেটে খারাপ অনুভব করেন,

জল পান করুন এবং তাদের ডুবিয়ে দিন।

****************

আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো,

ভেংগে দেয় মন অবেলায়,

একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো।

শূণ্যতায় দিন যে হাড়ায়।

**************** 

সে কী জানে ভাংগা মনে কেউ ত বাসেনা খুব গোপনে,

কতো যে ফাগূনে শরত্‍ ও বিকেলে ভিজে শ্রাবনে

তুমি তো এলে না ফিরে এমনে ।

তোমায় ছুয়ে ছুয়ে মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায় ।

**************** 

কখনও কখনও আমার অন্য জনের প্রয়োজন হয়,

কখনও কখনও এটি সর্বদাই হয়।

****************

আবেগি কষ্টের স্ট্যাটাস

কষ্টের এসএমএস

কঠিন জিনিসটি অতীতকে ভুলে যাওয়া নয়,

কঠিন এটি যে আপনি ভবিষ্যতের কল্পনা করেছিলেন তা ভুলে যাচ্ছেন।

****************

সময়ে সমস্ত কিছু আবিষ্কার করা যায়:

সবচেয়ে লুকানো মিথ্যা, সত্যবাদী এবং সর্বাধিক ভ্রান্ত বন্ধু।

****************

আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে কখনও কখনও আপনাকে চরম দু:খিত করে তোলে।

****************

ফটো এবং কথোপকথন মোছা খুবই সহজ,

কিন্তু স্মৃতি মুছে ফেলা কি সহজ ?

 ****************

যখন আপনার সাথে সবকিছু ঘটে তখন “কিছুই ঘটে না” বলুন।

ঘটনাক্রমে কিছুই হয় না, সব কিছুরই একটা কারণ থাকে।

****************

কষ্টের এসএমএস

এমন কারও সাথে থাকুন যার কাছে কখনও অজুহাত না থাকে এবং সর্বদা সময় থাকে।

****************

এমন কিছু ক্ষত রয়েছে যা আমাদের ত্বক খোলার পরিবর্তে আমাদের চোখ খোলে।

কেউ তা না বুঝলেও আমরা ঠিকি বুঝি।

****************

কষ্টের এসএমএস

আমি বিশ্বাস করি যে দুজন লোক যাঁরা নিজেকে হাসায়,

 তাদের সকলেরই অধিকার রয়েছে সকলকে হাসানো।

****************

যাদের স্মৃতি রয়েছে তাদের পক্ষে স্মরণ রাখা সহজ,

যাদের হৃদয় রয়েছে তাদের পক্ষে ভুলে যাওয়া কঠিন

****************

তোমার পাশে থাকা না হলে আমার হৃদয় যে বেদনা অনুভব করে তা (I Miss You) এই শব্দগুলি কখনই প্রকাশ করতে সক্ষম হবে না।

****************

আমার ভিতরে ছিঁড়ে গেলেও এবং আঘাত পেলেও আমি যখন  আপনার প্রেমে পড়েছি,

তখন আমি আপনাকে জয় করবই।

****************

পৃষ্ঠাটি ঘুরিয়ে যদি সমস্যার সমাধান না হয় তবে বইগুলি পরিবর্তন করা সবচেয়ে ভাল সমাধান।

****************

আমার মনে হচ্ছে আমি এমন কিছুর জন্য অপেক্ষা করছি যা কখনোই সম্ভব নাহ্।

****************

Bangla Koster Sms

আমাকে কেবল সত্যটি গ্রহণ করতে হয়েছিল যা আমার হৃদয়ে লুকিয়ে ছিল এবং এভাবে আমার শেষ প্রেমটি ছেড়ে দেওয়া হয়েছিল।

****************

বৃষ্টি হয় কারণ মেঘ আর ওজন সহ্য করতে পারে না এবং আমরা কাঁদে কারণ হৃদয় আর ব্যথা সহ্য করতে পারে না।

****************

আপনার প্রয়োজন নেই এমন সমস্ত লোকদের থেকে দূরে থাকুন।

চাঁদ সম্পূর্ণরূপে চেহারায় পরিপূর্ণ যে উত্তর খুঁজতে গিয়েছিল সে হারিয়েছিল।

Best Bangla Oviman Sms Status

****************

ভালবাসা হল এমন একটি জিনিস যা মন এর বিশ্বাসের উপর নির্ভর,

কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালবাসা,

যদি সেই বিশ্বাস একবার ভেঙ্গে যায় তাহলে সেই ভালবাসা পরিণত হয় কষ্টে।

****************

মাঝে মাঝে এক অদ্ভুত ভালো লাগা ছোঁয়ে যায় । জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু । কাউ কে কাছে পাওয়ার সুপ্ত বাসনা নাকি অন্য কিছু তুমি কি একবারও বুঝবে না আমার না বলা কথা গুলো তুমি কি আমার চোখে দেখতে পাও না তোমার জন্য সাজানো স্বপ্ন । তোমার কি ইচ্ছা হয় না নীল দিগন্তে হারিয়ে যেতে ? তোমার কি ইচ্ছা হয় না শুনতে ভালোবাসি তোমায় ।

****************

কষ্টের এসএমএস

যদি জানতাম তোমার কষ্টের কারন হবো আমি,

তোমার এক ফোটা অশ্রুর কারন হবো আমি, তবে

সত্যি বলছি, কখোনো আসতাম না তোমার জীবনে,

শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায় ।

****************

হাসি সব সময় সুখের অনুভূতি

বুজায় না, এটা মাঝে মাঝে এটাও

বুঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন ।

কষ্টের এসএমএস

****************

ফেলে আসা এক নদীর ধারে

খুজে বেড়াই আমি তারে ।

দেয়না দেখা আমায় কভু

তার খেয়াল রেখো তুমি প্রভু ।

****************

কষ্ট আমার বুকের পাঁজর, বুকে চেপে রাখি

অসহায় মন নিয়ে সবার মাঝে হাসি ।

সুখ আমার চোখের কাঁটা থাকে সে দূরে

তাইতো আমি একা একা নিরবে যাই কেঁদে ।

****************

কষ্টের সাথে যাদের বসবাস রাত টা তাদের জন্য

যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে । সারাদিন

কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে

যেন কোন ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে

কষ্ট গুলো বের না হলেও চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু ।

****************

জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য

শত কারন দেখাবে । তুমি বুকে

হাত দিয়ে জীবনকে হাজারো কারন

দেখিয়ে দাও, জয়ী হওয়ার ।

****************

sad love koster sms

Valobasar SMS Bangla

valobasar sms bangla

**************** 

Best Bangla Sad Sms Forever

কষ্টের এসএমএস

অতিরিক্ত মন খারাফ হলে মানুষ একেবারে নিরব

নিথর হয়ে যায় । একা থাকতে ভালোবাসে ।

কারন তখন তার সমস্যাকে কেউ নিজের মত

করে দেখে না , বা মূল্যায়ন করে না । তাই মন

খারাফের বেলায় একাকীত্ব হয় মানুষের সঙ্গী ।

****************

সব সময় নিজেকে অনেক একা ভাবি,

কারন জানি পাশে থাকার মত কেউ নেই ।

মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি,

পাশে গিয়ে দেখি সবাই আমার কল্পনা ।

****************

কষ্টের এসএমএস

মনে রাখবো তোমাকে চিরদিন

তুমি যেখানেই থাকো যত দিন

তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘর

যদিও তুমি হয়ে গেছো আমার পর

তবুও মিস করবো তোমায় জীবন ভর ।

****************

নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে

গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে

রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে

আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে ।

****************

জীবনের গতির কথা ভাবলে

পা দুটোর গতিও থেমে রয় ।

নিঃসঙ্গ এই পথে তখন

আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয় ।

****************

ভালবাসা হল এমন একটি জিনিস যা মন এর বিশ্বাসের উপর নির্ভর,

কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালবাসা,

যদি সেই বিশ্বাস একবার ভেঙ্গে যায় তাহলে সেই ভালবাসা পরিণত হয় কষ্টে

****************

Valobashar Bangla Koster Sms

– প্রতিনিয়ত একটু একটু করে স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে.!

****************

বন্ধু তুই ভালো থাকিস!!

আমি চল্লাম আজ অনেক দুরে!!

যানিনা কোন কারনে এভাবে গেলি আমায় একা করে!!

তাই আমিও চল্লাম সেই পথে,,

যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে..!

আজকের কষ্টের এসএমএস – Bangla Sad Sms আর্টিকেল টি আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের পোষ্ট পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করুন। ধন্যবাদ সকলকে। 

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -