মরণানুস্মৃতি গাথা
‘মরণং মে ভবিস্সতি’, কর সদা এই স্মৃতি,
রবে না মরণ ভীতি, কর স্মৃতি মরণং।
‘সর্ব্বে সত্তা মরিস্সন্তি’, রবে নাকো দেহ-কান্তি,
দূরে যাবে চিত্ত ক্লান্তি, কর স্মৃতি মরণং।
‘মরিংসু চ মরিস্সরে’, ধ্রুব মৃত্যু এ সংসারে,
মৃত্যু না রোধিতে পারে, কর স্মৃতি মরণং।
আয়ু সূর্য অস্ত যায়, দেখিয়াও না দেখ তায়,
অন্ধকারে কি উপায়, কর স্মৃতি মরণং।
সাঙ্গ হবে ভব খেলা, রবে না আনন্দ মেলা,
কেনরে আপন ভোলা, কর স্মৃতি মরণং।
দারা সুত পরিজন, কিবা পর কি আপন
মৃত্যু-বশে সর্বজন, কর স্মৃতি মরণং।
ঐ দেখ মৃত কায়, কাষ্ঠখণ্ড তুল্য হায়!
সদা স্মৃতি রাখ তায়, কর স্মৃতি মরণং।
জমে গেছে আবর্জনা, আর কিন্তু জমাইও না,
ক্ষয় কর আবর্জনা, কর স্মৃতি মরণং।
জন্মিলে মরিতে হবে, মৃত্যু চিন্তা কর সবে,
অমর নাহিক ভবে, কর স্মৃতি মরণং।
সংসারে সংসারী সেজে, রত থাক নিজ কাজে,
জল যথা পদ্ম মাঝে, কর স্মৃতি মরণং।
কাজ কর কাজের বেলা, কর নাক অবহেলা,
বেঁচে যাবে যাবার বেলা, কর স্মৃতি মরণং।
জরায় জড়িত হলে, কিছুই হল না বলে,
রবে না শোচনা কালে,কর স্মৃতি মরণং।
দিনে দিনে আয়ু ক্ষয়, যেতে হবে যমালয়,
মৃত্যু কারো বশে নয়, কর স্মৃতি মরণং।
কালের করাল গ্রাসে, পড়িবে যে অবশেষে,
ছাড়িবে না কাল গ্রাসে, কর স্মৃতি মরণং।
ঐ দেখ জরা-ব্যাধি, পাশে ঘুরে নিরবধি,
কে খণ্ডাবে কর্ম-বিধি, কর স্মৃতি মরণং।
ভবপারে যাবে যদি, কর স্মৃতি নিরবধি,
পাইবে অমৃত নিধি, কর স্মৃতি মরণং।
দিনটি হারালে আর, পাবে নাকো পুনর্বার,
মৃত্যু চিন্তা কর সার, কর স্মৃতি মরণং।
আজকে যা পার কর, কালকের আশা নাহি কর,
জান না কখন মর, কর স্মৃতি মরণং।
আজ মরি কি মরি কাল, মরণের কি আছে কাল,
তৈরী থাক সর্বকাল, কর স্মৃতি মরণং।
কাল যে কোথায় রবে, দিশা তার নাহি পাবে,
অনুতাপ দূর হবে, কর স্মৃতি মরণং।
মৃত্যু স্মৃতি যেবা করে, ত্রিলক্ষণ জ্ঞান বাড়ে,
মৃত্যুকে সে জয় করে, কর স্মৃতি মরণং।
ভোগের বাসনা তার, কভু না রহিবে আর,
সেই হবে ভবপার, কর স্মৃতি মরণং।
শমনে ধরিবে যবে, সুন্দর নিমিত্ত পাবে,
সজ্ঞানে সুগতি হবে, কর স্মৃতি মরণং।
উত্তম হইবে গতি, দেবের বাঞ্ছিত অতি,
দিব্যসুখ লভে যতি, কর স্মৃতি মরণং।
মৃত্যু স্মৃতি আছে যার, মরণে কি ভয় তার?
হইবে সে দুঃখ পার, কর স্মৃতি মরণং।
সদা স্মৃতি রাখ সবে, স্মৃতি-ভাণ্ড বেড়ে যাবে,
বিলায়ে আনন্দ পাবে, কর স্মৃতি মরণং।
দিনের পর অবশেষে, চিন্তা কর বসে বসে,
ভবপার তর্ব কিসে, কর স্মৃতি মরণং।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.