দশশীল প্রার্থনা,ত্রিশরণ,শ্রামণের দশশীল
দশশীল প্রার্থনা
ওকাস, অহং ভন্তে, তিসরণেন সদ্ধিং পব্বজ্জা সামণের দসসীলং ধম্মং যাচামি, অনুগ্গহং কত্বা
সীলং দেখ মে ভন্তে।
দুতিযম্পি, ওকাস, অহং ভন্তে, তিসরণেন সদ্ধিং পব্বজ্জা সামণের দসসীলং ধম্মং যাচামি, অনুগ্গহং কত্বা
সীলং দেখ মে ভন্তে।
ততিযম্পি,ওকাস, অহং ভন্তে, তিসরণেন সদ্ধিং পব্বজ্জা সামণের দসসীলং ধম্মং যাচামি, অনুগ্গহং কত্বা
সীলং দেখ মে ভন্তে।
ত্রিশরণ
বুদ্ধম্ সরণম গচ্ছামি,
ধম্মম সরণম গচ্ছামি,
সঙ্ঘম সরণম গচ্ছামি।
দুতিয়ম্পি,বুদ্ধম্ সরণম গচ্ছামি,
ধম্মম সরণম গচ্ছামি,
সঙ্ঘম সরণম গচ্ছামি।
ততিযম্পি,বুদ্ধম্ সরণম গচ্ছামি,
ধম্মম সরণম গচ্ছামি,
সঙ্ঘম সরণম গচ্ছামি।
শ্রামণের দশশীল
১। পাণাতিপাতা বেরমণী সিক্খাপদং
২। অদিন্নাদানা বেরমণী সিক্খাপদং
৩। অব্রহ্মচরিযা বেরমণী সিক্খাপদং
৪। মুসাবাদা বেরমণী সিক্খাপদং
৫। সুরামেরেষ-মজ্জ-পমাদটঠানা বেরমণী সিক্খাপদং
৬। বিকাল ভোজনা বেরমণী সিক্খাপদং
৭। নচ্চ-গীত-বাদিত বিসুকদস্সন বেরমণী সিক্খাপদং
৮। মালা-গন্ধ-বিলেপন-ধারণ- মণ্ডন-বিস্সনট্ঠানা বেরমণী সিক্খাপদং
৯। উচ্চাসযন-মহাসযনা বেরমণী সিক্খাপদং সমাদিযামি।
১০। জাতরূপ-রজত পটিগ্গহনা বেরমণী বেরমণী সিক্খাপদং ইমানি পব্বজ্জা সামনের দস সিক্খাপদানি সমাদিযামি।
দুতিযম্পি… ততিযম্পি…।
ভিক্ষু ঃ সাধু! সাধু! সাধু ইমং তিসরণেন সদ্ধিং পব্বজ্জা সামণের দসসীলং ধম্মং সাধুকং সুরক্খিতং কত্বা অল্পমাদেন সীলং সম্পাদেথ।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.