Home / Bangla / স্ট্যাটাস / ২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের কথা

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের কথা

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের কথা

আজকের পোষ্টে আমরা ২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে শেয়ার করবো। এই ২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস গুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। 

একুশ আমার অহংকার, একুশ আমার চেতনা।

২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার জন্য ঢাকার রাজপথে জীবন দিয়েছেন রফিক, শফিক, জব্বার বরকত সহ নাম না জানার আরও অনেকে। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্র ভাষার স্বীকৃতি পেয়েছে।

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস
source google

এজন্যই ২১ শে ফেব্রুয়ারি আমাদের গর্ব ও অহংকার। অনেকে শহীদদের স্মরণে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস শেয়ার করে থাকে,আপনি ও যদি শহীদদের স্মরণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য । আপনার পছন্দ মতো উক্তিটি বেচেঁ নিয়ে স্ট্যাটাস দিতে পারবেন। নিচে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি লিরিক্স ও শেয়ার করা হয়েছে। 

 

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস

**********

 একুশে ফেব্রুয়ারির এই দিনটি আমরা কোনদিন

  ভুলবো না মনে থাকবে যুগ যুগ ধরে ভাষা

 শহীদদের কথা। তাই সবাইকে জানাই একুশে

ফেব্রুয়ারির শুভেচ্ছা

**********

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ ভাষা

     সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করছি।

   তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের

জানাচ্ছি সমবেদনা। একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

**********

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে

 জানাই একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।

**********

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে 

ফেব্রুয়ারি , আমি কি ভুলিতে পারি। 

 তাই সবাইকে

জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা।

**********

একুশে আমার ব্যথায় কাতর চোখের বারি ধারায়     

একুশ আমার শূন্য হিয়ার আকাশ ভরা তারা।

**********

২১ শে ফেব্রুয়ারি, এই দিনে লক্ষ কোটি ভাই বোন রক্তের বিনিময়ে আমারা এই বাংলা ভাষা পেয়েছি।

**********

ভাষার তরে দিয়েছে যারা দেহবল মনপ্রাণ! তারা বেচে আছে সব বাঙ্গালীর তরে! গাহি তাহাদের গান।

**********

২১ আমার শ্রদ্ধার গান আকাশ প্রদীপ তারা! ২১ আমার গর্বের টান আমার বসুন্ধরা।

**********

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,

করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,

যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,

ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

**********

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,

তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান?

সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে,

বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে!

**********

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের লিরিক্স

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী

আমি কি ভুলিতে পারি।।

ছেলে হারা শত মায়ের অশ্রু

গড়ায়ে ফেব্রুয়ারী।।

আমার সোনার দেশের

রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।

 

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী

দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।  

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,

এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

 

সেই আঁধারের পশুদের মুখ চেনা,

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

 

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী

আমার শহীদ ভায়ের আত্মা ডাকে

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে

দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.