Home / Bangla / স্ট্যাটাস / প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা 

সুপ্রিয় বন্ধুরা সকলকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ৩০ দিন রোজা রাখার পর অবশেষে পবিত্র খুশির ঈদ চলে এলো। ঈদ এমন একটি সময়, যখন আমরা আমাদের প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করি, তাদের সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য দোয়া করি। ঈদ উদযাপন শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের হৃদয়ের সাথে অন্যদের হৃদয়কে যুক্ত করার একটি বিশেষ উপলক্ষ। প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানানো মানে শুধু একটি বাক্য বিনিময় নয়, এটি আমাদের ভালবাসা, যত্ন এবং সম্মানের প্রকাশ।

এই শুভেচ্ছা বার্তাগুলি আমাদের সম্পর্ককে আরও গভীর করে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মধুর করে তোলে।পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ মোবারক এসএমএস।আপনার প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানান এখনি।  Eid Mubarak sms তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্বীয় স্বজন, প্রিয়জন সবাইকে ফেসবুকে , হোয়াটআ্যপ এ ঈদের শুভেচ্ছা জানতে পারবে।নিচে  ঈদের শুভেচ্ছা এসএমএস শেয়ার করা হলোঃ

আরো পড়ুন: ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা 

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা 

আমার নোয়নের নয়ন নীলে
দেখবে যখন দুচোখ মেলে
তোমায় আমি ভালো বেসেছি
নির্জনে অবসরে,
*** eid mubarak ****

Eid Mubarak Sms

আমার বাড়ির অঙ্গিনাতে চাঁদের ছায়া পড়েছে
তোমার বাড়ির জানালাতে চাঁদ উঁকি দিয়েছে
আমার দেহে তোমার মনে ঈদের পরশ লেগেছে
আমার খোলা আকাশেতে তোমার নামটি লেখা আছে
**** ঈদ মোবারক ****

——————–

ঈদের আনন্দ করবো সবাই
কেটে যাক এ মধুর রাত
কাল ঈদের খুশির দিন
আজ সবাই দেখো চাঁদ,
চাঁদ উঠেছে ওই চাঁদ দেখা যায়
তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই।
**** ঈদ মুবারক ***

——————–

আকাশে উঠছে খুশির ঈদের চাঁদ
আনন্দ আর উৎসব হবে সারারাত,
সকাল বেলা অনুষ্ঠিত হবে নামাজ
পরনে থাকবে নতুন জমা নতুন সাজ,
অন্তরের সাথে অন্তরের হবে মিল
এক কাতারে সবাই মিলে হবে শামিল,
থাকবেনা কারোর মনে ক্ষোভ বিদ্বেষ
গড়বো মোরা নতুন এক আনন্দের দেশ,
*** eid mubarak ***

——————–

উঠেছে গগনে চাঁদ কালকে ঈদের দিন
মন ছুটে যায় দুর আকাশে হয়ে আসে আলো ক্ষীণ
ঘরে ঘরে খুশির আভাস আনন্দের সীমা নাই
এমন দিনে একলা ঘরে একাকি থাকা যাই,
eid mubarak

——————–

নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদ মোবারক

——————–

ঈদের মত আনন্দময় হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
ঈদ মোবারক

——————–

এই SMS-এ যতটা শুভেচ্ছা ধরানো যায়,
ততটাই পূর্ণ করে দিলাম!
এই পবিত্র ঈদ দারুন কাটুক তোমার..

——————–

লালগোলাপ সোনালীপাতা,
তোমাকে জানাই ঈদের কথা.
পশ্চিম আকাশে উঠবে চাঁদ,
আমার বাড়িতে তোমার দাওয়াত.
আসতে যদি না পারো.
ঈদ মোবারক গ্রহন করো…

——————–

স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
ঈদ মুবারক তোমার জন্য…

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

আলাহর আশীর্বাদে যেন
তোমার জীবনে খুশি সবসময় থাকে,
এবং সাফল্যের সব রাস্তা
যেন তোমার জন্য খুলে যায় সারাজীবনের জন্য
ঈদ মোবারক

——————–

নীল আকাশে উঠেছে বাঁকা চাঁদ,
তারারা করছে ঝলমল…
ঈদ এসেছে ঘরে ঘরে,
রাত দিন তাই এতো উজ্জ্বল…
আলাহ সবাইকে ভালো রাখুক,
এটাই করি কামনা…

——————–

আপনজনের সাথে মিলন,
সবাই মিলে সাথে থাকার ক্ষণ,
ঈদ এসেছে আবার বছর পর,
সবাই মিলে করো তার আনন্দের আস্বাদন….
ঈদ মুবারক

——————–

ঈদের পবিত্র দিনে,
আল্লাহ তোমাকে ত্যাগের
সুন্দর ভোজন দান করুন…
আল্লাহর নিয়ামত তোমার হৃদয়
এবং বাড়িকে সুখী এবং আনন্দিত রাখুক …

Eid Mubarak Sms

সুখের এই মুহূর্ত গুলো আপন করে নাও,
ঈদের খুশি সবার সাথে ভাগ করে নাও…
আল্লাহর আশীর্বাদে সবাই থাকুক সুস্থ্য…
এ জীবন হয়ে যাবে আনন্দের নদী,
ভালোবাসা আর হাসির মেলায় হারিয়ে যাও যদি…
ঈদ মোবারক সকলকে

——————–

আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে,
সেই দিন আর নয় বেশি দূর,
রমজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর
ঈদ মোবারক

——————–

ভোর হলো দোর খোল,
চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ,
ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে,
হাসি খুসি থাকব রে .
ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রইলো সবাইকে .
ঈদ মোবারক ।

——————–

ঈদ আসতে ১ দিন বাকি,
এত খুশি কোথায় রাখি।
বলাটা অনেক ইজি,
ঈদের কাজে সবাই বিজি।
একটি বছর ঘুরে আসবে সেই দিন,
ঈদের খুশি ভাগ করে নিন।
অনেকেই বিজি ঈদের কাজে,
আনন্দটা সবার মাঝে।

——————–

তোমার জন্য সকাল দুপুর,
তোমার জন্য সন্ধ্যা…
তোমার জন্য সকল গোলাপ,
আর রজনীগন্ধা….
তোমার জন্য সব সুর,
তোমার জন্য ছন্দ….
ঈদের খুশি বয়ে আনুক,
অনাবিল আনন্দ….
ঈদ মোবারক

——————–

আজ আল্লাহ করো গো মোদের একটু মেহেরবানী,
মাফ করে দাও আমাদের সকল নাফরমানি,
ঈদ এর দিনে আজ সকলে মিলে করি আমরা ওয়াদা,
চলবে সকলে খুদা-রই রাস্তায় সদা সর্বদা….
ঈদ মোবারক

——————–

এই ঈদ তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসুক,
তোমার সকল কাছের মানুষ এবং
পরিজনদের সাথে এই দিনটি উদযাপন করো,
তোমার জীবন ও মন ভালোবাসায় ভরে উঠুক…
ঈদ মোবারক

 eid ul fitr 2023 sms

——————–

আজ দুঃখ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন,
প্রাণ খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সীমাহীন,
তার একটাই কারণ,
আজ যে ঈদের দিন
ঈদ মোবারক

——————–

ঈদ মোবারক
ওই উঠেছে ঈদের চাঁদ,
মিটে যাক সব বাগড়া-বিবাদ…
নতুন আলোয় ধুয়ে যাক সব দুঃখ,
হেসে উঠুক পৃথিবী আবার…
আলাহর রহমতে সবাই থাকুক সুস্থ্য,
কেটে যাক এই অভিশপ্ত সময় শীঘ্র …

——————–

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
তোমার জীবনের যত চাওয়া,
ঈদ থেকেই শুরু হোক সব পাওয়া
ঈদ মুবারক

——————–

ঈদ আনন্দের সময়,
একসাথে হওয়ার সময়,
আল্লাহর ওপর আস্থা রাখার সময়
ঈদ মুবারক

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

——————–

রমজানের রোযার শেষে এলো খুশির ঈদ
প্রাণে জাগে মধুর আশা মনে আসে গীত
তোমার খুশি আমার খুশি খুশিতে হোক মাখামাখি
এই দিনের অপেক্ষাতে সারা বছর তাকিয়ে থাকি,
****** eid mubarak ******

——————–

ঈদের দিনে করো সাথে থাকবেনা কোনো আরি
শত্রু মিত্র মিলে গড়বো মোরা সুখের এক বাড়ি
ফিরনি শিমুই হবে আরও নানান খাবার
একে অন্যের পাশে বসে করবো মোরা আহার
জাদ ভেদ ভেদ ভুলে যাবে গরিব মালিক মিশে
মিলে যাবে সকল হৃদয় ঈদের খুশির স্পর্শে

ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ মুবারাক ভাই
বাঁকা চাঁদ ওই দেখা গেছে আসমানেরি গায়
চারি দিকে খুশির ছোয়া রঙ বাহারি সাজ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ।
eid mubarak

Eid Mubarak Sms

যাকাত ফিতরা দিয়ে আনন্দ ভরে
গরীব ধনী মিলে যাবে এক কাতারে
আকাশের চাঁদ বয়ে এনেছে বার্তা
খুশির ঈদের জানাই আন্তরিক শুভেচ্ছা

——————–

পৃথিবীর বুকে স্বর্গ নেমেছে
ফুটেছে ভালোবাসার ফুল,
নদীর বুকে বারি ধারা বয়
ভরিয়ে তার দুকূল,
পথীক পাখি ধরেছে আজ
মহামিলনের গান
ঈদের খুশিতে আত্মহারা মোরা
শেষ হয়েছে মাহে রমজান।
***** ঈদ মুবারক *****

——————–

ঈদের বার্তা এসেছে
আনন্দে মন মেতেছে
আছে যত দুঃখ অভিমান
সব ভুলে গাইবো খুশির গান
ঈদের নামাজ শেষে
ভরবে মন আবেশে
আসবে প্রাণে খুশির মোড়োক
তোমাকে জানাই ঈদ মুবারাক

ছোটো বড়ো ধনী গরীবের ভেদাভেদ
থাকেনা ঈদের দিনে,
কেউ নয় রাজা কেউ নয় ভিখারী
ভালোবাসা জাগে সকলের প্রাণে।
নামাজের শেষে সব মিলে মিশে
খুশির জোরে বিশ্ব ভুবন যায় ভেসে।
_eid mubarak_

——————–

খুশির ঈদে করবো মজা থাকবো মিলে মিশে
আনন্দেরই ভেলায় চড়ে যাবো আনন্দের দেশে
ঘরের মানুষ ফিরবে ঘরে যারা আছে বিদেশে
ঈদের শুভেচ্ছা দিলাম সকলকে ভালোবেসে
******* eid mubarak *******

——————–

Top Eid SMS Bangla
মিষ্টি পোলাও সিমুই রুটি নানা রকম খাবার
বছর শেষে ঈদের খুশি ফিরে এলো আবার,
মিলন হবে হৃদয়ে হৃদয়ে করবো কোলাকোলি
আছে যত দুঃখ ব্যথা সব যাবো আজ ভুলি,

শেষ হলো রোজার মাস আসলো মহান ঈদ
পবিত্র মন আর প্রাণে খুশি নিয়েযাবো মসজিদ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ
বাড়ি ফিরে দুঃখী জনদের করবো দান খৈরাত
বাড়ির যারা বড়ো আছেন করবো তাদের সালাম
ছোট্টদের ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে দেব প্রাণ
বিশ্ব জুড়ে তৈরি হবে খুশির বিশাল এক মহল
এমন দিনে দোয়া করি স্রষ্টা করুন সবার মঙ্গল

মনের মিনারে আজ শোনাযায়
আনন্দের আহ্বান
ঈদুল ফিতর এসেছে আজ
শেষ হয়েছে রমজান,
Eid Mubarak

——————–

ঈদের খুশির বার্তা নিয়ে এসেছি তোমার কাছে
জানিয়ে যাই একফালি চাঁদ আকাশে দেখাগেছে
সময় অনেক কম বন্ধু যেতে হবে অনেক বাড়ি
কালকে খুশির ঈদ হবে খবর পৌঁছাতে হবে তারি
পারলে তুমি এসো বন্ধ আমার বাড়ির আঙ্গিনায়
আপন করে নেবো তোমায় ঈদের খুশির ছোয়ায়

পশ্চিম আকাশে উঠেছে চাঁদ এনেছে খুশির খবর
তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক,
নামাজ শেষে করবো কোলাকোলি রাখবো হতে হাত
ঈদের দিনে এসো আমার বাড়ি দিলাম তোমায় দাওয়াত,
Eid Mubarak

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

Eid mubarak shayari bangla
স্রষ্টা তুমি সবার প্রিয় দিয়েছ মহান ঈদ
কাল খুশির চাঁদ দেখে ভুলে গেছি নিদ
আপন পর সবাই ভাই পবিত্র ঈদের দিনে
ভালোবাসা ছড়িয়ে যাবে সকল মানুষ জনে

ঈদের খুশি এসেছে আবার
একটি বছর পরে
একফালি চাঁদ আনে সংবাদ
মানুষের ঘরে ঘরে,
মরু সাহারায় উঠেছে তুফান
আলবিদা রমজানে,
আনন্দের আবেশ ছড়িয়ে পড়ুক
সারা বিশ্বের প্রাণে।
_eid mubarak

——————–

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

eid mubarak wishes

ডুবে যাবে বিশ্ববাসী আনন্দের সাগরে
রমজানের পরে চাঁদের পাল্কি চড়ে
এসেছে খুশির ঈদ সবার ঘরে ঘরে
মাহে রমজান জুড়ে রোজা রাখার পরে
ঈদের উল্লাস ছড়িয়ে যাবে হৃদয় জুড়ে
******* eid mubarak *******

——————–

শেষ হলো রোজার মাস এসো সবাই
আজ খুশির যোয়ারে চলো ভেসে যাই,
সুরমা অতরে নতুন বেশ ধরে
হারিয়ে যাবো মোরা আনন্দের সীমানায়,
eid mubarak

——————–

আসমানী চাঁদ উঠলো হেসে
ভরে গেলো মন আবেশে
কালকে খুশির ঈদ হবে
শুভেচ্ছা জানাই ভালোবেসে

সারা বছর কেটে যায় নানান কাজে
বেদনা ব্যাথা আর শতদুখের মাঝে,
ঈদের দিন তাই সকলে মিলে চায়
কাটাতে সময় একই সাথে
আপন জনের ছায়ায়,
গ্রামে সহরে দূরে নগরে মাতবো
খুশির ঈদের পরশে সবাই।
Eid Mubarak

Eid Mubarak Sms

Bangla Eid Status for Facebook
দেখা গেছে এক ফালি চাঁদ
দূর আকাশের কোনে
কালকে খুশির ঈদ
তাই আনন্দ বিশ্ব ভুবনে
সুরমা আতর নতুন জামা
পরবে সবাই গায়
ভালোবাসার ছোয়া মেশানো
অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায়
ঈদ মোবারকের অগ্রিম শুভেচ্ছা

——————–

bangla-eid-mubarak-sms-in-advance

আসমানী চাঁদ উঠলো হেসে
ভরে গেলো মন আবেশে
কালকে খুশির ঈদ হবে
শুভেচ্ছা জানাই ভালোবেসে

রোজার শেষে আসলো হেঁসে
খুশির ঈদুল ফিতর
প্রতিটি ক্ষণ সবার অন্তর
মেতে রবে খুশির ভিতর,
আমির ফকির সবাই মিলে
গাইবে সুখের গান,
ঈদের অগ্রিম শুভেচ্ছা
জানাই তোমায়
রইলো আমার হাজার সেলাম।
**** advance eid mubarak *****

——————–

ঈদ মোবারক সালাম জানাই
সব মানুষকে ভালোবেসে
আজকে খুশির ঈদ এসেছে
রমজানের রোজার শেষে
মানবতার জ্বলুক আলো
সবার মনের আঁধার দেশে
বুকে বুকে মিলন হবে
একে অপরকে ভালোবেসে

কালকে খুশির ঈদ হবে
করছি তোমায় স্মরণ
ঈদের দাওয়াত পাঠিয়ে দিলাম
করে নিও বরণ
ঈদের নামাজ আদায় করে
এসো বন্ধু আমার ঘরে,
যত্ন করে রেখে দেবো
তোমাকে আমার প্রাণের পরে।
>>>advanced eid mubarak<<<

——————–

রমজানের রোজা শেখায় সংযম শিক্ষা
পবিত্র ঈদ দেয় মোদের মিলনের দীক্ষা
চিরদিন থাকে যেনো একে অপরের মিল
বিরোধের দরজাতে পরে যাক চিরতরে খিল
এমন ঈদের দিন হয় যেনো প্রতিদিন
হৃদয়ের ভালোবাসা হোক উম্মুক্ত আর স্বধীন

Advance eid mubarak wishes in bengali
যেখানে রামধনু সাত রঙ নিয়ে
স্বপ্ন গুলো দেয় ভরিয়ে
কল্পনার তুলির আলতো ছোঁয়ায়
যেখানে গল্প গুলো পথ খুঁজে পায়
ঘুরতে হয়না গোলক ধাঁধায়,
যে পথের ঠিকানায়
খুশির মুহুর্ত বাঁধে বাঁসা
সেই পথে পাঠিয়ে দিলাম
হৃদয় ভরা ঈদের অগ্রিম শুভেচ্ছা
__advance eid mubarak__

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

——————–

আল্লাহ তালার রহমতে খুলে গেছে সব বাঁধ
আসমান থেকে হাসছে ঈদুল ফিতরের চাঁদ
ঘরে ঘরে পৌঁছে গেছে ঈদের শুভেচ্ছা বার্তা
সবার মনে দেখা দিয়েছে আনন্দের সত্তা
******* eid mubarak *******

——————–

চাঁদনি রাতের চাঁদের ছোঁয়া
লাগুক তোমার প্রাণে
তোমার জীবন ভোরে উঠুক
ঈদের খুশির গানে,
তোমার ঈদ ভালো কাটুক
করছি দোয়া মনে মনে
ঈদের শুভচ্ছা ও ঈদ মোবারক
advance eid mubarak

——————–

ঈদ এলে হয় কত কেনা কাটা
নতুন পোশাক পরে ভুবন দেখা
ধনীদের গায়ে থাকে হাজার টাকা
গরীবের গায়ে সেই ছেরা ফাটা
ঈদের খুশিতে তবু নাই ভেদাভেদ
পারেনা দারিদ্র্য করতে বিচ্ছেদ

বন্ধু তুমি আমার প্রিয়
তুমি ছাড়া আমার কেহ নাই
আসমানের ওই আসমানী রূপ
আপন মনে খেলে বেড়ায়।
ছোটো ছোটো স্বপ্ন গুলো
ইচ্ছে ঘুড়ি হতে চায়,
এক ফালি চাঁদ পাখি হয়ে
ঈদের অগ্রিম বার্তা দিতে চায়।
__happy advance eid__

——————–

বরকতময় চাঁদনী এই রাত
সবার জীবনে অনে হায়াৎ
এসো সবাই ও মমিন ভাই
আনন্দে ভরা কাটাই এই রাত
সবার জন্য আজকে সবাই
দুহাত তুলে করি মোনাজাত
******* eid mubarak *******

——————–

নাচো সবাই তালে তালে গাও খুশির গীত

বছর ঘুরে আবারও চলে এলো মহান ঈদ

মনের মাঝে ঢোলক বাজে চোখেতে ঝলক

সবার আগে জানাই তোমায় ঈদ মোবারাক
___advanced eid mubarak__

Eid Mubarak Sms

বছর ঘুরে ঈদুল ফিতর
এলো আল্লাহর মহিমায়
সবাই আজ এক হব
ভেদাভেদ থাকবেনা দুনিয়া
ঈদের চাঁদের আনন্দের ভরা
আকাশ বাতাস মাতোয়ারা
ঈদের নামাজ শেষে সবাই
মিলবে ভাইয়ের গোলে ভাই

রহমতের দশক জুড়ে নিয়ামত অবিরত
মাগফিরাৎ নাজাত পাবে গুনহাগার কত শত
খোদা তোমাকে জানাই হাজার সালাম
তোমার রহমতে আবার সবাই ঈদ ফিরে পেলাম

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

Eid Mubarak sms 

——————–

Eid Mubarak Bangla Sms for Girlfriend
সকাল গেলো সন্ধ্যা হলো নামলো আঁধার রাত
খুশির খবর নিয়ে এলো দুর গগনের চাঁদ
কালকে খুশির ঈদে হবে অনেক আয়োজন
পিঠা পুলি সীমুই হবে ঘরে আসবে প্রিয়জন

দুচোখের তারায় চাঁদের
ছোঁয়া লেগে আছে
চাঁদের ওই আলোতে
মন দেয়া নেয়া খেলতে
এসো আজ ভেসে যায়
খুশির ঈদে।
___ঈদ মুবারক___

——————–

বছর ঘুরে ঈদ এলো ফিরে
বিশ্বের প্রতিটি ঘরে ঘরে
ঈদের খুশির আনন্দ গানে
শান্তি আসুক সবার প্রাণে,
পুরনো দুঃখ ভুলে গিয়ে
নতুন ভালোবাসা দাও বিলিয়ে

আমি তোমার হৃদয় ওগো তুমি আমার আপন
ঈদের দিনে হৃদয় জুড়ে দেখা সুখের স্বপন
যতই দূরে থাকি আমি ছুটে তোমার কাছে আসি
ঈদ মানে মন থেকে তোমায় শুধু ভালোবাসি।
****ঈদ মুবারক******

——————–

চাঁদের আলো উঁকি দিল রাতের আসমানে
ঈদের খুশির বার্তা এলো আল্লহ পাকের জমিনে
খোদার রহমত বর্ষিত হলো বিশ্ববাসীর প্রাণে
ক্রোধ বিদ্বেষ দূর হয়ে যাবে ঈদের মহা মিলনে
ধনী গরিব আমির ফকিরে থাকবেনা ভেদাভেদ
এক হয়েযাবে সকল মানুষ থাকবেনা কোনো ক্ষেদ
******* eid mubarak *******

——————–

ঈদের চাঁদ লুকিয়ে গেলো ফুরালো রজনী
তোমায় নিয়ে ভাবনা আসে প্রহর শুধু গুনি,
তুমি আমার হৃদয় বন্ধু তুমিই আমার সাধনা
তোমাকে নিয়ে সাজিয়ে রাখা আমার যত কামনা।
___ঈদ মোবারক__

——————–

দেখা দিল ঈদের চাঁদ দূরের আকাশ কোলে
মনে আছে যত ব্যথা সব যাবো আজ ভুলে
সকাল হলে গোসল সেরে সুগন্ধি মেখে গায়ে
হাতে হাত রেখে পায়ে পায়ে হেঁটে যাবো ঈদ গাঁয়ে
মানুষে মানুষে থাকেনা যেনো কোনো ভেদাভেদ
খোদা তুমি দূর করে দিও মনের জমানো ক্ষেদ

তুমি আমার প্রাণের আঁকা ছবি
অনুভূতির রজাপ্রসাদে ভাবনার এক কবি,
ঈদের দিনে ইচ্ছে করে যাবো দুজনা
দুজন মিলে ঘুরে দেখবো খোদার মদিনা,
দেবো মোনাজাত করবো ফরিয়াদ
দোয়া করে খোদা পূরণ করো মনের বাসনা।
__ Eid Mubarak __

 ঈদের শুভেচ্ছা 2024

সবে মিলে গাইবো আজ মহা আনন্দের গীত

সালাম জানাই সকলকে আজকে মহান ঈদ
চাদ নজরে এসেছে খুশিতে মন মেতেছে
রোজাদার মোমিন মোমিনার হয়েছে আজ জিত

চোখের আড়াল হও যদি ব্যথা লাগে মনে
চিরদিনের সঙ্গী তুমি থাকো আমার প্রাণে
মনের যত কথা আছে বলবো তোমার কানে
ঈদের দিনে করবো দেখা আসবো তোমার জীবনে।
__Eid Mubarak__

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

——————–

আকাশের বুকে চাঁদ উঠেছে
সেজেছে নগরী সড়ক
সবার আগে জানাই তোমায়
পবিত্র ঈদ মোবরক
চারিদিকে আজ খুশির জোয়ার
হৃদয় মিলে হবে একাকার,

Bengali Eid Mubarak Romantic Sms

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

আকাশের ঐ চাঁদের মত তোমার মুখ খানি
একটু হাসির ছোয়া পেয়ে ভরে ওঠে রজনী,
দেখতে বড়ো সুন্দর চাঁদ কোনো জুড়ি নাই
থাকবেনা আর দুঃখ আমার তারে যদি পাই,
**** ঈদ মোবারক ****

——————–

ফুলে ফুলে বনে বনে চাঁদ উঠেছে গগনে
মহামিলন হবে খুশির ঈদের আয়োজনে
নিরবতা নিয়ে ভালোবাসা এলো মনে
অনুরাগে আজ ভেসে যাবো দুজনে
মিষ্টি সুখের আসা লাগুক শুধু প্রাণে

গোলাপের চেয়ে সুন্দর তুমি হাসি ভারি মিষ্টি
উদাস করে আমকে তোমার ঐ মন কারা দৃষ্টি
বিধতারি হতে গরা তুমি অপরূপ সুন্দর সৃষ্টি
চৈত্র দিনের বিদায় বেলার এক ফোঁটা বৃষ্টি
সত্যি করে বলছি আমি খুশি করার জন্য নয়
খুশির ঈদের এক ফলি চাঁদ তুমি আমার মেনর আঙ্গিনায়।
*****” Eid Mubarak ****”

Eid Mubarak Sms

ঈদের খুশির বাঁধ ভেঙ্গেছে চাঁদের আলোর ঝলকে
হৃদয়ে শুধু তুমি আছো প্রিয় আর চোখের পলকে
চাঁদের কাছে আছে জমা আমার অনেক ঋণ
মেটাবো সবই তা পাই যদি তোমাকে ঈদের দিন
******** ঈদ মোবারক *******

——————–

আকাশ গগনে বিশ্ব ভুবনে খেলেছে চাঁদের তরী
মনের কাননে প্রাণের বাঁধনে এসো ভালোবাসা গড়ি,
হৃদয় পরশে মনের হরষে যাবো প্রেম নগরীতে
ঈদের খুশিতে মাতোয়ারা হব রইবো তোমাতে মিশে।
eid mubarak

——————–

তুমি আমার ঈদের চাঁদ মন করেছ জয়
তুমি ছাড়া কেমন করে ঈদ একা কাটাই
সুখের স্বপন আঁকবো দুজন হবে মুলাকাত
ঈদের দিনে মিলব দুজন থাকবেনা তফাৎ
বন্ধু সুজন করবো কূজন বলবো অনেক কথা
কাছে এসে ভালোবেসে যুরাবো প্রণয় ব্যথা

যে চাঁদ দেয় আলো
সেই চাঁদ ঈদ নিয়ে এলো
ভাবতে আমার লগে ভালো
সর বিশ্বে তুমি এক জনি
যে আমাকে বাসেভালো
**** Eid Mubarak Dear *****

——————–

যেদিকে তাকাই ফুলের হাসি মধুর বাঁশি বাজে মনে
এ কোন সুখে মন ভরে যায় রঙ ছড়ায় দুই নয়নে,
এলে তুমি আমার জিবনে এলো খুশি মন কাননে
ঈদের পরশে মনের হরষে জাগে প্রেম হৃদয় কোনে,
কতো কথা মনেতে জমা চাঁদ হাসে ওই দূর গগনে
মনে হয় সব বলে দিই তোমায় মধুর এই মহালগণে,
**********EiD MUBARAK**********

eid mubarak 2024 wishes bangla

——————–

দুঃখের সাথে আরি আমার
চাইনা চোখ আর ভেজাতে,
চন্দ্র তোমায় খুঁজছি আমি
স্বপ্ন গুলোকে সাজাতে,
মহান ঈদের দিনে চাইবো
রাখতে হাত তোমার হাতে,
*** ঈদ মোবারক ***

——————–

eid ul fitr 2024 sms

ঝিকি মিকি তারা জ্বলে আকাশের আঁচলে
কতো কথা আছে লেখা দুচোখের কাজলে
চাঁদ রাতের জোছনা লুকিয়ে কি রাখা যায়
মনেরি কামনা হৃদয়ে কি বেঁধে রাখা যায়
******** ঈদ মোবারক ********

——————–

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

মন দিয়ে মন হলে তুমি আমার আপন
প্রিয় তুমি কেনো করলে এমন
হৃদয়ে আছে লেখা শুধু নাম যে তোমার
স্বপ্ন রাতের দেশে তুমি চাঁদ যে আমার
কথা নয় ঈদের দিন শুধু চেয়ে থাকবো
দুজনার মুখ চেয়ে দুজনেতে ভাববো
চাঁদের আলোতে হাসবে দূরের গগন
তুমি আমার আপন ছিলে থাকবে আপন
******* eid mubarak *******

——————–

এসেছি আমি দূরের প্রথিক
করতে তোমায় নিমন্ত্রণ,
দেখা গেছে আসমানে চাঁদ
করেছো কি তুমি তা স্মরণ!
খুশির ঈদে এসো তুমি
ঘুরতে আমার বাড়ি,
তোমার জন্য সাজিয়ে দেবো
খাবার রকমারি,
এখন আমার সময় হলো
বন্ধু আমি তাহলে যায়,
কাল অবশ্যই এসো কিন্তু
হৃদয় থাকবে তোমার অপেক্ষায়।

Eid Mubarak Sms

——————–

আকাশে আকাশে বাতাসে বাতাসে
পবিত্র ঈদের খুশির সুরভী ভাসে
যেদিকে দুচোখ মেলি দেখিযে তোমায়
তুমি যে দাড়িয়ে আছো আমার অপেক্ষায়
হৃদয় ভরা তোমার স্নেহের ছোঁয়ায়
ধন্য তুমি করে দিয়েছো আমায়
খুশির এমন দিনে তোমাকে ঈদের শুভচ্ছা জানায়
*****”” eid mubarak ” ******

——————–

আকাশের বুকে খুশীর খবর
চাঁদ দিয়েছে দেখা,
ঘরে ঘরে পৌঁছে গেছে
শুভ ঈদের বার্তা,
উঠেছে চাঁদ এনেছে বরাত
সেজেছে নগরী সরক
হৃদয় থেকে জানায় তোমায়
ঈদ মোবারক

——————–

চারিদিকে আজ খুশির জোয়ার
মনে মন মিলে হবে একাকার,
আজ নেই ভেদাভেদ কে গোলাম
আর কে ছিলো মালিক,
বুকে বুকের মিল,
মন হবে কাবা আর দিল হবে মসজিদ
****** ঈদ মোবারক *******

Eid Mubarak Sms 

——————–

Eid Mubarak Sms

ঈদ মুবারক ঈদ মুবারক
এলো বছর ঘুরে,
সবার প্রাণ উচ্ছাসিত
ইদুল ফিতর নামটি ধরে,
তিরিশ রোজার শেষের দিনে
ঈদুল ফিতর হয়
প্রভাত কলে গোসল সেরে
ঈদের খুশি বয়,
শুরু হয় খুশির লগণ
আনন্দ ঘরে ঘরে,
ঈদের দিন আসবে আবার
একটি বছর পরে।

——————–

Eid Mubarak Sms

আজ ভালোবাসার গাছে ফুল ফুটেছে
হবে হিংসার অবসান
আজকের দিনে আমরা সবাই গাইবো
ঈদের খুশির গান,
**** Eid Mubarak **”

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

——————–

সন্ধ্যা বেলায় কান পেতে শুনি
ঈদের বার্তার প্রতিধ্বনি
দিনের শেষে রাতের অন্ধকারে
আনমনা এই মন আমার
ক্লান্ত হৃদয়ে সুপ্ত বাসনায়
ভালোবাসা চায় তোমার,
ভালোবাসি শুধু ভালোবাসি
চাঁদের ন্যায় তোমার মিষ্টি হাসি
আমার মনের আঙ্গিনা জুড়ে
তোমার পদ চারণা
কথা দিলাম প্রাণ সজনী
তোমাকে ভুলতে পারবো না।
**** eid mubarak ****

——————–

শেষকথা

প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানানো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের সামাজিক বন্ধনকে মজবুত করে এবং আমাদের চারপাশের মানুষদের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয়জনদের সাথে ঈদের এই আনন্দময় মুহূর্তগুলি ভাগাভাগি করা, তাদের জন্য দোয়া করা এবং শুভেচ্ছা বার্তা পাঠানো, সবকিছুই আমাদের জীবনের একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকে। ঈদের শুভেচ্ছা বিনিময় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের সম্পর্কের গভীরতাকে প্রতিফলিত করে। সুতরাং, আসুন আমরা সবাই এই ঈদে আমাদের প্রিয়জনদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করি।

আজকের প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা Eid Mubarak sms গুলো আপনাদের কেমন লেগেছে ? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পবিত্র ঈদুল ফিতরের  এস এম এস গুলো আপনার কাছে প্রিয়জনদের শেয়ার করে দিন। এই ধরনের আরো পোষ্ট পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করুন।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

Tagged: