পিরিতের কি জ্বালা গানের লিরিক্স
আজকের পিরিতের কি জ্বালা গানের লিরিক্স শেয়ার করবো আপনাদের সাথে।পিরিতের কি জ্বালা গানটি গেয়েছেন সাইফ জোহান। পিরিতের কি জ্বালা গানের সঙ্গীত পরিচালনা করেছেন মোহনলাল। পিরিতের কি জ্বালা গানের লিরিক্স লিখেছেন সাইফ জোহান। গানটির প্রোগ্রামিং অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং এবং মাস্টারিং ফোক স্টুডিও বাংলা।
Song Info:
- Song Name : Piriter Ki Jala Go
- Singer : Saif Zohan
- Lyrics And Tune : Mohonlal
- Label : Folk Studio Bangla
পিরিতের কি জ্বালা গানের লিরিক্স :
পিরিতের কি জ্বালা গো
যার জ্বালা সে জানে,
লাগাইয়া পিরিতের ডুরি
দূরে বইয়া টানে গো,
যার জ্বালা সে জানে।
সাধ করে প্রেম করেছিলাম
নিঠুর বন্ধুর সনে গো,
সাধ করে প্রেম করেছিলাম
নিঠুর বন্ধুর সনে,
মিটিল না অভাগার সাধ
মরিব পরাণে গো,
যার জ্বালা সে জানে।
প্রেমের আগুন যার অন্তরে
জ্বলছে রাত্র দিনে গো,
প্রেমের আগুন যার অন্তরে
জ্বলছে রাত্র দিনে,
প্রেমিকের কি বাঁচে জীবন
সুজন বন্ধু বিনে গো,
যার জ্বালা সে জানে।
লাগাইয়া পিরিতের ডুরি
দূরে বইয়া টানে গো,
যার জ্বালা সে জানে,
পিরিতের কি জ্বালা গো
যার জ্বালা সে জানে।
Piriter Ki Jala Go Lyrics:
Piriter ki jwala go
Jar jwala se jaane
Lagaiya piriter duri
Dure boiya taane go
Jar jwala se jane
Sadkh kore prem korechilam
nithur bondhur sone go
Mitilo na obhagar sadh
Moribo porane go
Jar jala se jaane
Premer aagun jaar ontore
Jwalche raatri dine go
Premiker ki banche jibon
Sujon bondhu bine go
Jar jala se jane
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.